এক্সপ্লোর
Advertisement
তাজমহল ভারতমাতার সন্তানদের ঘামরক্তে তৈরি, বললেন আদিত্যনাথ, ঐতিহ্যকে নাকচ করে এগতে পারে না কেউই, মত মোদীর
নয়াদিল্লি: বিজেপি বিধায়ক সঙ্গীত সোমের 'তাজমহল ভারতীয় সংস্কৃতির কলঙ্ক' মন্তব্যের জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
মঙ্গলবার এখানে দেশবাসীকে প্রথম সর্বভারতীয় আয়ুর্বেদ ইনস্টিটিউট উত্সর্গ করে প্রধানমন্ত্রীর বক্তব্যে তেমনটাই মনে করা হচ্ছে। কোনও দেশই নিজের ঐতিহ্যকে নাকচ করে এগিয়ে যেতে পারে না বলে অভিমত তাঁর।
মোদী বলেন, নিজের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি গর্ব, অহঙ্কার না থাকলে রাষ্ট্রের উন্নতি হতে পারে না। কোনও দেশ নিজের ঐতিহ্যে গর্ববোধ না করলে একটা সময় সে নিজের পরিচিতি হারিয়ে ফেলে।
সম্প্রতি উত্তরপ্রদেশের সেরা পর্যটন, দ্রষ্টব্য স্থানগুলির তালিকা সংক্রান্ত বুকলেট থেকে তাজমহল বাদ পড়ায় প্রশ্ন ওঠে বিভিন্ন মহল থেকে। গতকাল সরকারি সিদ্ধান্তের সমালোচকদের কটাক্ষ করে উত্তরপ্রদেশে ক্ষমতাসীন বিজেপির বিধায়ক সঙ্গীত সোম তাজমহল
'ভারত সংস্কৃতির কলঙ্ক','বিশ্বাসঘাতকদের' তৈরি দাবি করেন।
সোম বলেন, তাজমহলকে পর্যটনের বই থেকে বাদ রাখায় অনেকেই ক্ষুব্ধ। কিন্তু কোন ইতিহাসের কথা বলছি আমরা? যিনি এটি বানিয়েছিলেন, নিজের বাবাকে বন্দি করেছিলেন তিনি। হিন্দুদের নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন। এরা আমাদের ইতিহাসের অংশ হলে সেটা সত্যিই দুঃখের, আমরা সেই ইতিহাস বদলে দেব।
লখনউয়ের খবর, সঙ্গীত যে স্থাপত্যের ভারতের ইতিহাসে স্থান কোথায়, সেই প্রশ্ন তুলে তাকে 'কলঙ্ক' বলেছেন, সেই তাজমহলেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রী হওয়ার পর ২৬ অক্টোবর প্রথম তাজমহল দেখতে যাচ্ছেন তিনি।
সঙ্গীতের তাজমহল সম্পর্কে দৃষ্টিভঙ্গি অনুমোদন করছেন না, মুখ্যমন্ত্রী তাঁর এই পদক্ষেপের মাধ্যমে সেটাই স্পষ্ট করে দিলেন বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এমনকী তিনি মুঘল সম্রাট শাহজাহানের নির্দেশে তৈরি স্থাপত্যকে 'ভারতীয় সংস্কৃতির গায়ে কালো দাগ' বলায় সঙ্গীতের ব্যাখ্যাও চেয়েছেন বলে খবর সূত্রের।
তিনি বলেছেন, যিনিই তাজমহল বানিয়ে থাকুন, তা এক ঐতিহাসিক সৌধ। তাকে রক্ষা করা উত্তরপ্রদেশ সরকারের দায়িত্ব। দলীয় বিধায়কের একেবারে উল্টো সুরে আদিত্যনাথ বলেছেন, কে , কীভাবে বানিয়েছেন, সেটা অবান্তর। তাজমহল তৈরি হয়েছিল ভারতমাতার সন্তানদের ঘামরক্তে। গোটা বিশ্বে তাজমহল বিখ্যাত তার স্থাপত্যের জন্য। এটি ঐতিহাসিক সৌধ, পর্যটনের দৃষ্টিকোণ থেকে এর সুরক্ষা ও আরও রক্ষণাবেক্ষণ সরকারের দায়িত্ব।
তাজমহলের শহর আগ্রার জন্য ৩৭০ কোটি টাকার প্রকল্পের কথাও জানান তিনি।
মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, পর্যটকরা যাতে যথাযথ নিরাপত্তা ও পরিষেবা পান, সেটা সুনিশ্চিত করা উত্তরপ্রদেশ সরকারের কাজ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement