এক্সপ্লোর
Advertisement
ভিএইচপির রথযাত্রা ঘিরে শোরগোল, বন্ধ করার দাবি স্ট্যালিনের, তামিলনাড়ু ধর্মনিরপেক্ষ রাজ্য, নষ্ট হবে না সম্প্রীতি, বললেন রজনীকান্ত
নয়াদিল্লি: তামিলনাড়ুতে উত্তাপ ছড়াল বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) রামরথ যাত্রা। রাজ্য বিধানসভায় এই যাত্রা ঘিরে ব্যাপক শোরগোল হয় মঙ্গলবার। বিরোধী ডিএমকে নেতা এম কে স্ট্যালিন দাবি করেন, রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে এই যাত্রায়। যাত্রা বন্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে রাজ্য সরকারকে। সু্প্রিম কোর্টে যখন রামজন্মভূমি বাবরি মসজিদ বিতর্কের বিষয়টি বিচারাধীন রয়েছে, সেসময় এ ধরনের যাত্রা হবে সর্বোচ্চ আদালত অবমাননার সামিল। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় চাপ সৃষ্টি করে প্রভাব খাটাতেই বিশ্ব হিন্দু পরিষদ এ ধরনের কর্মসূচি নিয়েছে বলেও দাবি করেন স্ট্যালিন।
এর মধ্যেই আসরে নেমে তামিল সুপারস্টার রজনীকান্তের দাবি, রথযাত্রায় মোটেই রাজ্যের সাম্প্রদায়িক সৌহার্দ্য মার খাবে না। কারণ তামিলনাড়ু ধর্মনিরপেক্ষ একটি রাজ্য। পুলিশের ওপরও ভরসা আছে আমার, তারা অশান্তি হতে দেবে না।
এই যাত্রার পিছনে বিজেপি নেই, তাঁর আগের মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে রাম রথযাত্রা ঘিরে শোরগোল, সমালোচনার তির ভোঁতা করতেই তিনি এমন কথা বলছেন বলে মনে করা হচ্ছে। তিনি বিজেপির সঙ্গে কি তলে তলে বোঝাপড়া করছেন, প্রশ্ন করা হলে রজনীকান্ত বলেন, বলা হচ্ছে, আমার পিছনে বিজেপি আছে, আমি বলি, ঈশ্বর আছে, তারপর আছে জনগণ। যতবারই প্রশ্নটা করবেন, একই কথা বলব।
ফের রাজ্যে পেরিয়ারের মূর্তি ভাঙারও নিন্দা করেন তিনি। বলেন, এটা বর্বরোচিত কাজ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
খবর
ব্যবসা-বাণিজ্যের
খেলার
Advertisement