এক্সপ্লোর
Advertisement
তেলঙ্গানায় ২০০০ টাকার নোটের ফটোকপি ছড়ানোয় দুই যুবকের বিরুদ্ধে মামলা, ধৃত ১
হায়দরাবাদ: ২০০০ টাকার নোটের ফটোকপি ছড়ানোর জন্য তেলঙ্গানার মেহবুবাবাদ জেলায় দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। এরমধ্যে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মেহবুবাবাদ রুরাল সার্কেল ইন্সপেক্টর কৃষ্ণ রেড্ডি বলেছেন, জেলার কুরাভি মন্ডল বাজারে একটি কালার ফটোকপি সেন্টারের মালিক ২০০০ টাকার নোটের চারটি ফটোকপি করেন। এরপর একটি ফটোকপি প্রদীপ নামে এক ব্যক্তিকে দিয়ে বাজার থেকে খুচরো করে আনতে বা কিছু কিনে আনতে বলেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ফটোকপি সেন্টারের মালিক প্রদীপকে বলেন, ২০০০ টাকার নোটের ফটোকপি চালাতে পারলে খুব সহজেই টাকা আয় করা যাবে।
গতকাল প্রদীপ ওই ফটোকপি নিয়ে এক আত্মীয়র বাইক নিয়ে গিয়ে একটি পেট্রোল পাম্পে ৫০০ টাকার পেট্রোল ভরে দাম হিসেবে নোটের ফটোকপি দেন। কিন্তু পাম্পের এক কর্মীর সন্দেহ হয় এবং বিষয়টি পুলিশকে জানান।
পেট্রোল পাম্প কর্মীর অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রদীপ ও ফটোকপি সেন্টারের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করে।
পুলিশ প্রদীপকে জেরা করছে। ফটোকপি সেন্টারের মালিককে ধরতে তল্লাশি চলছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement