এক্সপ্লোর
Advertisement
এবার বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাব আনছে তেলঙ্গনাও
পশ্চিমবঙ্গ, কেরল, পঞ্জাব ও রাজস্থানের পর পঞ্চম রাজ্য হিসাবে এই অবস্থান নিল তেলঙ্গনা।
হায়দরাবাদ: বিধানসভায় সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে প্রস্তাব আনার সিদ্ধান্ত নিল তেলঙ্গনা সরকার। পশ্চিমবঙ্গ, কেরল, পঞ্জাব ও রাজস্থানের পর পঞ্চম রাজ্য হিসাবে এই অবস্থান নিল তেলঙ্গনা।
রবিবার তেলঙ্গনার মন্ত্রিসভার বৈঠক ছিল। মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও সভাপতিত্ব করেন সেই বৈঠকের। সংশোধিত নাগরিকত্ব আইন রদ করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করা হয়েছে। পাশাপাশি ধর্মের ভিত্তিতে যাতে নাগরিকত্ব দেওয়া না হয়, সে ব্যাপারে বৈঠকের পর কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানানো হয়েছে।
রবিবার গভীর রাত পর্যন্ত চলা তেলঙ্গনা মন্ত্রিসভার বৈঠকের পর একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘কেন্দ্রীয় সরকারের কাছে আমরা আবেদন করছি, ধর্মের ভিত্তিতে যেন নাগরিকত্ব দেওয়া না হয়। আর্জি জানাচ্ছি, আইন সব ধর্মের মানুষদের জন্যই যেন সমান হয়।’ সিএএ ধর্মের ভিত্তিতে ভেদাভেদ ঘটিয়ে ভারতীয় সংবিধানে যে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে, তাকেই বিপন্ন করে তুলবে বলে মত তেলঙ্গনা মন্ত্রিসভার সদস্যদের। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা সিএএ খারিজ করার আবেদন জানাচ্ছি। কারণ তাতে দেশের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি বিপন্ন হয়ে পড়বে।’
প্রসঙ্গত, জানুয়ারি মাসেই তেলঙ্গনার মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সিএএ বিরোধিতায় সমস্ত আঞ্চলিক রাজনৈতিক দল এবং মুখ্যমন্ত্রীদের নিয়ে তিনি একটি বৈঠক আয়োজন করবেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement