এক্সপ্লোর
Advertisement
৫ বছর ধরে পেরেক কুড়োচ্ছেন বেঙ্গালুরুর এই ইঞ্জিনিয়ার!
বেঙ্গালুরু: বাড়ির সামনেই রাস্তা। যতক্ষণ না অফিসে যান, ব্যস্ত সেই রাস্তা থেকে পেরেক কুড়োন তিনি। বাড়ি ফিরে এলেও শুরু হয় পেরেক সংগ্রহ। ছুটির দিনটাও কাটে একইভাবে। এতটা পড়ে মনে হতে পারে, কোনও পাগলের কথা বলছি। কিন্তু না, ইনি পাগল নন। বেনেডিক্ট জেবাকুমার নামে এই ভদ্রলোক পেশায় ইঞ্জিনিয়ার। ৫ বছর ধরে এভাবেই রাস্তায় পড়ে থাকা পেরেক তুলছেন তিনি।
কেন এমনটা করেন ৪৪ বছরের জেবাকুমার? জানতে হলে পিছিয়ে যেতে হবে ৫ বছর আগে। রাস্তায় গাড়ি নিয়ে বার হলেই তাঁর টায়ার পাংচার হয়ে যেত। প্রতিদিনের ঘটনায় তিতিবিরক্ত জেবাকুমার তখনই শুরু করেন পেরেক কুড়নোর কাজ। অল্পদিনের মধ্যে আবিষ্কার করেন টায়ার ফুটো হওয়ার আসল কারণ। আশপাশের টায়ারের দোকানগুলো রাস্তায় পেরেক ফেলে রাখত, যাতে ফেটে যায় গাড়ি বা বাইকের টায়ার, সহায়তার জন্য তাদের কাছে আসতে বাধ্য হন পথচারী।
এ নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন জেবাকুমার। কাজ হয়নি এতটুকু। তাই তিনিই চালিয়ে যাচ্ছেন পেরেক কুড়নোর কাজ। ফেসবুকে এ ব্যাপারে একটি পেজও চালু করেছেন, মাই রোড, মাই রেসপনসিবিলিটি। নিজের পেজের মাধ্যমে হাজারো মানুষকে তিনি সতর্ক করেন হাতে গোনা কয়েকজনের লোভের জেরে রাস্তায় আচমকা দুর্ঘটনার হাত এড়াতে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement