এক্সপ্লোর
Advertisement
১২ ঘন্টায় ৪২ কিমি দৌড়ে, ৩.৮৬ কিমি সাঁতরে, ১৮০ কিমি সাইকেল চালিয়ে সকলকে চমকালেন ৪৪-এর দাহিয়া
নয়াদিল্লি: ১২ ঘন্টায় ৪২ কিমি ছোটা, ৩.৮৬ কিমি সাঁতার কাটা এবং ১৮০ কিমি সাইকেল চালানো মোটেই সহজ নয়। কিন্তু এমন কাজ করেই সকলকে চমকে দিলেন ৪৪ বছরের ইয়াশিস ধাইয়া। প্রসঙ্গত তিনি এই পুরো কর্মকাণ্ডটি সম্পূর্ণ করেছেন ১১ ঘন্টা ৩৯ মিনিটে। এবং বোঝাই যাচ্ছে এই পুরো শারীরিক কসরৎটি করার জন্যে মারাত্মক কঠিন প্রশিক্ষণ, অসম্ভব সংযমের মধ্যে দিয়ে কাটাতে হয়েছে তাঁকে। তবে এত কিছুর পরও দৌড়নোর সময় পেটে মারাত্মক টান ধরে ধাইয়ার।
তবে এই সাফল্যের পর দাহিয়া নিজের ফেসবুক পোস্টে লেখেন, বছর খানেক আগে তিনি তাঁর দুজন স্কুলের বন্ধুকে অসময়ে হারান। তারপরই তিনি সিদ্ধান্ত নেন, তাঁদের অনেক বেশি সুস্থ-সবল হতে হবে এবং অসুখকে জয় করতে হবে। তারপরই তিনি ‘লৌহ মানবী’ হওয়ার সিদ্ধান্ত নেন।
'আয়রনম্যান' বা 'লৌহ মানবী' এই বিষয় সম্পর্কে বছরখানেক আগে জানতে পারেন দাহিয়া। তারপরই তিনি আয়রনম্যান হওয়ার লক্ষ্যে শুরু করেন কোঠর পরিশ্রম। সেই জন্যে তিনি আইএম কালমার-এর কাছে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। এই লক্ষ্যে পৌঁছনোর জন্যে তিনি যে কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে গেছেন, সেকথা তিনি তাঁর ফেসবুক পোস্টে শেয়ার করতেও ভোলেননি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement