এক্সপ্লোর
Advertisement
নোংরা রাজনীতিতে আর নেই, আমি বেমানান! ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, মুছে দিলেও তৃণমূল নেতা বৈশ্বানরকে শো কজ করছে তৃণমূল
কলকাতা: জন্মলগ্ন থেকে তৃণমূলের সঙ্গে। কলকাতা পুরসভার কাউন্সিলর। বরো চেয়ারম্যান। কলকাতা রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ভাইস চেয়ারম্যান। দক্ষিণ কলকাতার এহেন তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়ের এক বিস্ফোরক ফেসবুক পোস্ট ঘিরে এখন জোর বিতর্ক। ফেসবুকে তিনি লিখেছেন, নোংরা রাজনীতিতে আমি আর নেই। এতে আমি বেমানান। আমি আর আমার কাজ করতে পারছি না। গুডবাই।
বৈশ্বানরের এই পোস্ট ঘিরেই বিতর্ক দানা বাঁধে। রাজ্যসভার ভোটে শাসক দলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসি-র নেতা শুভাশিস চক্রবর্তীকে প্রাথী করেছে তৃণমূল। প্রশ্ন উঠছে, এই সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়েই কি বৈশ্বানরের এই ফেসবুক পোস্ট? শনিবার এ প্রসঙ্গে নিজের মনের কথা উজাড় করে দিতে গিয়ে গলা বুজে আসে বৈশ্বানরের। বলেন, আমি তৃণমূলের প্রতিষ্ঠাতা সদস্য। আমার জুনিয়ররা উপরে উঠে যাচ্ছে, আমি কোথায়?
বিতর্ক দানা বাধতেই ফেসবুক পোস্টটি মুছে ফেলেন বৈশ্বানর। পরে বলেন, মমতার প্রতি আনুগত্য আছে। আবেগ থেকে করে ফেলেছি। কাঠগড়ায় যেন না তোলা হয়। কিন্তু তৃণমূল সূত্রে খবর, একাধিক গুরুত্বপূর্ণ পদে থাকা সত্ত্বেও বৈশ্বানরের এই ফেসবুক পোস্ট ভালভাবে নেয়নি দল। তাঁকে শোকজ করা হচ্ছে।
শনিবার কলকাতা পুরসভার বাজেট অধিবেশনেও গরহাজির ছিলেন ৮ নম্বর বরোর চেয়ারম্যান বৈশ্বানর। যদিও, এ নিয়ে মেয়র শোভন চট্টোপাধ্যায় কিছু বলতে চাননি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement