এক্সপ্লোর
Advertisement
ভারত বর্ণবিদ্বেষী নয়, বলতে গিয়ে দক্ষিণ ভারতীয়দের বর্ণবিদ্বেষমূলক আক্রমণ বিজেপি নেতার, পরে ক্ষমা চাইলেন
নয়াদিল্লি: সম্প্রতি ভারতে আফ্রিকার ছাত্রের ওপর হামলার পরিপ্রেক্ষিতে একটি আন্তর্জাতিক চ্যানেলের প্যানেলে বসেছিলেন বিজেপি নেতা তরুণ বিজয়। সেখানেই ভারত যে বর্ণবিদ্বেষী নয়, সেকথা বলতে গিয়ে বিজেপি নেতা এবং প্রাক্তন সাংসদ তরুণ বিজয় দক্ষিণ ভারতীয়দের উদ্দেশ্যে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করে ফেলেন। এরপরই টুইটারে সমালোচনার ঝড় ওঠে। পরে নিজের মন্তব্যের গুরুত্ব বুঝতে পেরে, এধরনের মন্তব্যের জন্যে ক্ষমা চেয়ে নেন বিজেপি নেতা।
I feel the entire statement sas this- we have fought racism and we have people with different colour and culture still never had any racism.
— Tarun Vijay (@Tarunvijay) April 7, 2017
Mywords perhaps were not enough to convey this.Feel bad,really feel sorry, my apologies to those who feel i said different than what I meant https://t.co/I7MddEJk5W — Tarun Vijay (@Tarunvijay) April 7, 2017
প্রসঙ্গত, ওই চ্যানেলের প্যানেলের আলোচনায় বসে তরুন বিজয় মন্তব্য করেন, ভারত যদি বর্ণবিদ্বেষমূলক ভাবনাচিন্তার সমর্থক হত তাহলে তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকের লোক এখানে বসবাস করতে পারতেন না। প্রসঙ্গত, ভারতের এই রাজ্যের বাসিন্দারা মূলত কালো চামড়ার। তারপর তিনি বলেন, ভারত যদি এঁদের অস্বীকার করেন, তাহলে সে নিজের দেশের ইতিহাস ও ঐতিহ্যকে অস্বীকার করবে।
পরে তিনি বুঝতে পারেন তাঁর মন্তব্য ঘিরে কড়া সমালোচনার ঝড় উঠেছে। বিষয়টার গুরুত্ব বুঝে তখন তিনি দাবি করেন, তার বক্ত্যবের ভুল ব্যাখা করা হয়েছে এখানে। তিনি আসলে বলতে চেয়েছেন, ভারত সকলকে নিয়ে থাকে। এখানে বিভিন্ন চামড়ার রঙের মানুষ আছে, কিন্তু কাউকে কখনও বৈষম্যের শিকার হতে হয় না। তারপর তিনি ক্ষমা চেয়ে বলেন, আমরা ভারতীয়রা কৃষ্ণ ভগবানকে পুজো করি, তাঁর চামড়ার রঙও কালো। তাহলে বর্ণবৈষম্য কীভাবে থাকে ভারতে, প্রশ্ন বিজেপি নেতার।
yes, it sounds ridiculous and very bad. I meant, we worship Krishna, which literally means black. and we have never had any racism. https://t.co/I7MddEJk5W
— Tarun Vijay (@Tarunvijay) April 7, 2017
তরুণ বিজয়ের এই মন্তব্যের পর তাঁকে একহাত নিয়ে কংগ্রেস নেতা খুসবু সুন্দর দাবি করেন, বিজেপি নেতার মন্তব্য অত্যন্ত হতাশজনক। এই আলোচনায় চামড়ার রঙ কীভাবে আসে, সেটাই তিনি জানতে চেয়েছেন। তাঁর থেকে এধরনের মন্তব্য গ্রহণযোগ্য নয়।
ডিএমকে-র কানিমোঝির দাবি, এই কথা বলে বিজেপি নেতা দেশবিরোধী মন্তব্য করেছেন। তাঁদের দাবি বিজেপির অবিলম্বে এই ঘটনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা উচিত্।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement