এক্সপ্লোর
Advertisement
রাস্তার ভুক্ষা মানুষকে নিজে হাতে খাবার দিচ্ছেন গম্ভীর, বলো কীভাবে তোমার পাশে দাঁড়াব, জানতে চাইলেন শাহরুখ
নয়াদিল্লি: বাইশ গজে নিজের অসাধারণ পারফরমেন্স দিয়ে বহু ম্যাচ জিতেছেন গৌতম গম্ভীর, জিতেছেন বিশ্বকাপ, আইপিএল-এও সেরার শিরোপা পেয়েছেন। কিন্তু এই সমস্ত কিছুকে পিছনে ফেলে এখন অন্য এক কাজ নিয়ে মেতেছেন গম্ভীর। সম্প্রতিই তিনি একটি প্রকল্প শুরু করেছেন, যেখানে প্রতিদিন গরিব, দুর্গত ও ক্ষুধার্তদের খাবার দেওয়া হচ্ছে। পুরো খাবারটাই দেওয়া হচ্ছে বিনামূল্যে।
Compassion in my heart, a plate in my hand & a prayer on my lips 'No one should sleep hungry' #ggf #communitykitchen1 pic.twitter.com/EsZEG84rVI
— Gautam Gambhir (@GautamGambhir) July 31, 2017
While they had food, I binged on contentment...Thank u Almighty for giving us d strength. Day2 #ggf #communitykitchen1 pic.twitter.com/K5tBTYSoo7 — Gautam Gambhir (@GautamGambhir) August 1, 2017নয়াদিল্লির পশ্চিম পটেলনগরে গম্ভীরকে নিজে হাতে খাবার বিতরণ করতে দেখা গেছে। প্রসঙ্গত, ক্রিকেটার তাঁর উদ্যোগের মাধ্যমে একটি বিষয় অবশ্যই সুনিশ্চিত করতে চেয়েছেন, যেন একজন ব্যক্তিও বিনা খাবারে ঘুমোতে না যান। এরপরই তিনি টুইট করে লেখেন ৩৬৫ দিন, ৫২ সপ্তাহ, ১২ মাস, অসংখ্য ক্ষুধার্ত মানুষ এবং একটি আশা #communitykitchen1।
মানুষের দুর্দশা দেখে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ে গম্ভীর লেখেন, আমরা বিশ্বকাপ জিতেছি, আইপিএল জিতেছি, বহু দেশকে হারিয়েছি। এখন সময় হয়েছে হৃদয় জেতার, খিদেকে জয় করার। কমিউনিটি কিচেন#1, সৌজন্যে গৌতম গম্ভীর ফাউন্ডেশন।365 days, 52 weeks, 12 months, numerous hungers & Ek Asha #communitykitchen1 #ggf pic.twitter.com/12MDFEKtF5
— Gautam Gambhir (@GautamGambhir) July 31, 2017
Won World Cups, Won IPLs,beaten https://t.co/0aQ463XMdf time 2 win hearts & beat hunger. Community Kitchen #1 by Gautam Gambhir Foundation. pic.twitter.com/gVDP4Sc1b4 — Gautam Gambhir (@GautamGambhir) July 31, 2017কেকেআর-এর অধিনায়কের এমন অসাধারণ উদ্যোগ এবং চেষ্টা দেখে অভিভূত বলিউড সুপারস্টার শাহরুখ খান। এরপরই বাদশা টুইট করে জানতে চেয়েছেন, তিনি কীভাবে এবং কোনওভাবে যদি তাঁর সাহায্যে আসতে পারেন, তাহলে নিজেকে ধন্য মনে করবেন। তারপর এই চেষ্টার জন্যে শুভেচ্ছা জানিয়েছেন গম্ভীরকে। তবে গম্ভীর এই প্রথম নয়, এর আগেও একাধিক সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছিলেন। গত এপ্রিলেই গৌতম ছত্তীসগড়ে মাওবাদী হামলায় মৃত্যু হওয়া ২৫জন সিআরপিএফ জওয়ানের সন্তানদের লালন পালনের সমস্ত খরচ বহনের সিদ্ধান্ত ঘোষণা করেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement