এক্সপ্লোর
Advertisement
তিন তালাক বিলে অনেক ত্রুটি আছে, দাবি মুসলিম পার্সোনাল ল বোর্ডের
হায়দরাবাদ: কেন্দ্রীয় সরকার সংসদে তিন তালাকের বিরুদ্ধে যে বিল পেশ করেছে, তাতে অনেক ত্রুটি আছে বলে দাবি করল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি)। এই সংগঠনের মুখপাত্র মৌলানা খলিল-উর-রহমান সাজ্জাদ নোমানি বলেছেন, ‘বিশ্বের কোথাও এই আইন নেই। খুব অন্যায় একটা আইন চালু করার চেষ্টা চলছে। এই ধরনের আরও ত্রুটি আছে। মুসলিম পার্সোনাল ল বোর্ড এই ত্রুটিগুলি দূর করতে চায়।’
আগামীকাল থেকে হায়দরাবাদে শুরু হচ্ছে এআইএমপিএলবি-র ২৬-তম বার্ষিক সাধারণ সভা। তিন দিন ধরে চলবে এই সম্মেলন। তার আগে আজ নোমানি বলেছেন, তাঁরা তিন তালাক রোখার জন্য বিলের বিরোধিতা করছেন না। তবে ত্রুটিগুলি দূর করার বিষয়ে বদ্ধপরিকর। বর্তমান অবস্থায় বিলটি পাশ করানো উচিত কি না, সেটা বিরোধী দলগুলিকে ভেবে দেখতে বলেছেন নোমানি। তাঁর দাবি, এই বিল পাশ হলে তালাক প্রথাই বন্ধ হয়ে যাবে। এবারের বার্ষিক সাধারণ সভায় তিন তালাক বিল এবং অযোধ্যার বিষয়টি নিয়ে আলোচনা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement