এক্সপ্লোর
মুসলিম পার্সনাল ল বোর্ড মহিলাদের সমস্যা মেটাতে ব্যর্থ, তাই তিন তালাক ইস্যু সুপ্রিম কোর্টে, বললেন বুখারি
নয়াদিল্লি: অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল ল বোর্ড (এআইএমপিএলবি) দেশে মুসলিম সম্প্রদায়ের দেওয়ানি বিষয়ক যাবতীয় ইস্যুর রক্ষক বলে দাবি করে নিজেদের। কিন্তু তিন তালাকের ব্যাপারে তারা উদাসীনতা দেখিয়েছে। তিন তালাকের মাধ্যমে ডিভোর্সের ফলে 'ক্ষতিগ্রস্ত' মুসলিম মহিলাদের সমস্যা সমাধানে এআইএমপিএলবি ব্যর্থ না হলে তিন তালাক ইস্যুটি সুপ্রিম কোর্টে যেতই না। এমনই অভিমত জানালেন সৈয়দ আহমেদ বুখারি। দিল্লির জামা মসজিদের শাহি ইমামের প্রশ্ন, কেন মুসলিম ল বোর্ড কিছু করেনি। সেজন্যই তো মহিলা আবেদনকারীদের আদালতে যেতে হল। ল বোর্ড প্রথমে বলল, তারা এই প্রথা এড়ানোর জন্য বিয়ের কন্ট্রাক্টে পরামর্শ বা অ্যাডভাইসরি দেবে। তারপর বলল, যারা তিন তালাক দেয়, তাদের সামাজিক ভাবে বয়কট করবে। প্রসঙ্গত, গত ২২ মে ল বোর্ড সুপ্রিম কোর্টে জানায়, বিবাহিত দম্পতিদের জন্য তাদের বেঁধে দেওয়া নতুন গাইডলাইনের অন্যতম হল, যারা তিন তালাক প্রথা অবলম্বন করে, তাদের সামাজিক বয়কট করতে হবে। আজই সুপ্রিম কোর্ট সংখ্যগরিষ্ঠ রায়ে মুসলিমদের মধ্যে চালু তিন তালাক প্রথাকে বেআইনি, অসাংবিধানিক বলে জানিয়েছে। একদিকে প্রধান বিচারপতি জে এস খেহর ও বিচারপতি এস আবদুল নাজির তিন তালাকের ওপর ৬ মাসের স্থগিতাদেশ দিয়ে সরকারকে এ ব্যাপারে নতুন আইন চালু করতে বলার পক্ষে মত দেন, অন্যদিকে বাকি তিনজন অর্থাত্ বিচারপতি ক্যুরিয়েন জোসেফ, বিচারপতি আর এফ নরিম্যান ও বিচারপতি ইউ ইউ ললিত তিন তালাক প্রথাটি সংবিধান লঙ্ঘন করছে বলে জানিয়ে দেন। তিন তালাককে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ৫টি পৃথক পিটিশন দিয়েছিলেন মুসলিম মহিলারা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















