এক্সপ্লোর
Advertisement
বিএমসি: ২ নির্দল কাউন্সিলর উদ্ধবের দলে, শিবসেনা-বিজেপিকে ফের হাত মেলাতেই হবে, বললেন গডকরী
মুম্বই: বৃহন্মুম্বই পুরসভায় (বিএমসি) শক্তির বিচারে সবার আগেই তারা। সদস্য সংখ্যা ৮৪। শুক্রবার দুই নির্দল পুর প্রতিনিধি স্নেহাল মোরে ও তুলসীরাম শিন্ডে উদ্ধব ঠাকরের বাসভবন 'মাতশ্রী'-তে গিয়ে আনুষ্ঠানিক ভাবে তাঁদের দলে যোগ দেওয়ার পর বিএমসি-তে শিবসেনার শক্তি বেড়ে হল ৮৬। এঁরা যথাক্রমে ভিকরাউলি ও দিনদোশির জনপ্রতিনিধি। দুজনের দলে অন্তর্ভুক্তির পর শিবসেনা সভাপতি বলেন, বিএমসি-তে ক্ষমতায় আসতে এখনও কোনও দলের সঙ্গে আলোচনা শুরু করেননি তাঁরা। তবে মেয়রের কাঙ্খিত পদটি শিবসেনাই নেবে বলে জানিয়ে দেন তিনি।
গতকাল বেরনো বিএমসি সহ মহারাষ্ট্রে একাধিক পুরসভায় হওয়া ভোটের ফলে শিবসেনাকে অনেকটাই ম্লান করে দিয়ে দারুণ ফল করেছে বিজেপি। ১০টি পুরসভার মধ্যে আটটি দখল করেছে তারা। বিএমসি-তে বিজেপি পেয়েছে ৮২টি আসন।
সেনা সূত্রের খবর, ভবিষ্যত কর্মপরিকল্পনা স্থির করতে আগামীকাল দলের সব শীর্ষ নেতা ও ভোটে জেতা কর্পোরেটরদের নিয়ে বৈঠকে বসবেন উদ্ধব। তবে এর মধ্যেই শিবসেনা, বিজেপির মধ্যে বাকি তিন নির্দল কাউন্সিলরকে নিয়ে টানাটানি শুরু হয়ে গিয়েছে। বিজেপিও দু-একদিনের মধ্যেই বৈঠকে বসছে বলে খবর। অন্যতম শীর্ষ বিজেপি নেতা নিতিন গডকরী এদিন বলে রেখেছেন, পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে, সেখানে বিএমসি দখলে আনতে শিবসেনা, বিজেপির আবার হাত মেলানো ছাড়া গত্যন্তর নেই। চূড়ান্ত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশ, শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরেই নেবেন। তবে দুজনেই পরিণত। আমার বিশ্বাস, সঠিক সিদ্ধান্তই নেবেন তাঁরা।
তবে ভোটের আগে-পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহকে আক্রমণের নিশানা করায় শিবসেনা মুখপত্র সামনা-র তীব্র সমালোচনা করেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বাংলা
উত্তর ২৪ পরগনা
Advertisement