এক্সপ্লোর
হরিয়ানায় হিন্দু ছাত্রদের কোরান পড়তে বাধ্য করার অভিযোগে সাসপেন্ড দুই শিক্ষক
![হরিয়ানায় হিন্দু ছাত্রদের কোরান পড়তে বাধ্য করার অভিযোগে সাসপেন্ড দুই শিক্ষক Unease At Mewat School After Students Allegedly Forced To Offer Namaz Probe On হরিয়ানায় হিন্দু ছাত্রদের কোরান পড়তে বাধ্য করার অভিযোগে সাসপেন্ড দুই শিক্ষক](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/04/14100907/haryana-map.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মেওয়াট: দুই পড়ুয়াকে 'কোরান পড়তে এবং ইসলামের গুণগান করতে জোর করার' অভিযোগে হরিয়ানার মেওয়াটে মাধি গ্রামের একটি সরকারি স্কুলের তিন শিক্ষককে সাসপেন্ড ও বদলি করা হয়েছে। এই ঘটনা ঘিরে উত্তেজনা দেখা দেয় স্কুলে। একদল গ্রামবাসী স্কুলে ঢুকে পড়ে বিক্ষোভ দেখান।
মেওয়াট জেলা প্রশাসন গত শুক্রবার ওই স্কুলের উর্দু শিক্ষক ও রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষককে সাসপেন্ড করে। সমাজবিজ্ঞানের শিক্ষককে বদলি করেছে। ওই শিক্ষকরা হিন্দু ছাত্রদের ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওযার জন্য জোর করছিলেন বলে অভিযোগ পাওয়ার পর জেলা প্রশাসন এই ব্যবস্থা নিয়েছে।
২০৭ ছাত্রের ওই স্কুলে হিন্দু ছাত্রের সংখ্যা মাত্র ৩ জন। বশিষ্ট ও ভরদ্বাজ নামে দুই ছাত্রের বাবা-মা তাঁদের সন্তানদের ওই স্কুল থেকে ছাড়িয়ে অন্য স্কুলে ভর্তির ব্যবস্থা করার পর ঘটনা প্রকাশ্যে আসে।
ওই স্কুলে প্রিন্সিপাল নবীন শক্তি বলেছেন, তিনি শুধুমাত্র পড়ুয়াদের বিরুদ্ধে অভিযোগ জানতে পেরেছিলেন। শিক্ষকদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হল তা তিনি জানেন না। প্রিন্সিপাল আরও বলেছেন, এ ব্যাপারে পদস্থ আধিকারিকদের কাছে অভিযোগ দায়ের করা হয়েছিল। তারই ভিত্তিতে ওই শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)