এক্সপ্লোর
Advertisement
এবার যোগী আদিত্যনাথের পোষা গরুরাও যাবে মুখ্যমন্ত্রীর আবাসনে
লখনউ: সকলের ভাগ্যে শিকে ছিঁড়বে না ঠিকই। কিন্তু যোগী আদিত্যনাথের গোশালার বেশ কয়েকটি গরুর কপাল খুলে যাচ্ছে। তারাও এবার ঠাঁই পেতে চলেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর আবাসনে।
লালুপ্রসাদ যাদব যখন বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন মুখ্যমন্ত্রী ভবনে বিরাট এক গোয়াল ছিল। রাবড়ি দেবী নাকি সেই দুধ বিক্রিও করতেন। এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ৫, কালিদাস মার্গের বাসভবনেও তৈরি হতে চলেছে একটি গোশালা। সেখানে থাকবে যোগীর প্রিয় কয়েকটি গরু।
৪৪ বছরের সন্ন্যাসীর প্রতিদিনের রুটিনে পড়ে গোসেবা। গোরক্ষনাথ মন্দিরের গোশালায় ৪৬০-এর কাছাকাছি গরুবাছুর রয়েছে। যখনই যোগী গোরক্ষপুর আসেন, গরুবাছুরদের নিজের হাতে গুড়, রুটি আর দুধ খাওয়ান তিনি। এবার মুখ্যমন্ত্রী হওয়ার পরেও রুটিনে যাতে ছেদ না পড়ে, তাই তাঁর প্রিয় গরুরাও থাকতে চলল মুখ্যমন্ত্রীর আবাসনে।
যোগী তাঁর পোষা গরুদের প্রত্যেককে নামে চেনেন। প্রিয় গরুর নাম নন্দিনী। গুজরাতি, সেহওয়াল, দেশি ও গির প্রজাতির সেরা গরুরা আছে ওই গোশালায়। দিনে ১০০ লিটারের বেশি দুধ দেয় তারা। মন্দিরে ঠাকুরের ভোগের জন্য ব্যবহার হয় ওই দুধ, ভক্তরা প্রসাদ পান।
মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার তিনদিনের মধ্যেই রাজ্যের সব বেআইনি কসাইখানা বন্ধ করার নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। গবাদি পশুর চোরাকারবার কঠোর হাতে বন্ধ করারও নির্দেশ দিয়েছেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement