এক্সপ্লোর
Advertisement
কংগ্রেসের সঙ্গে জোটের পথেই অখিলেশ, সিদ্ধান্ত দু-এক দিনেই
লখনউ: সাইকেল-এর সওয়ারি হওয়ার পর এবার অখিলেশ যাদব আঁটঘাট বেঁধে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের লড়াইয়ে নামতে চলেছেন। সমাজবাদী পার্টির কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়ার সম্ভাবনা যে অত্যন্ত উজ্জ্বল তা নিজেই জানিয়ে দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, দু-এক দিনের মধ্যেই সমঝোতার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাবে।
গতকালই নির্বাচন কমিশন নির্দেশে সমাজবাদী পার্টির রাজ্যপাট ‘নেতাজী’ মুলায়মের কাছ থেকে ছেলে ‘টিপু’র হাতে চলে এসেছে। সাইকেল প্রতীকও পেয়েছেন অখিলেশই।
বাবাকে লড়াইয়ে টেক্কা দিলেও অখিলেশ জানিয়েছেন, মুলায়মকে সঙ্গে নিয়েই তিনি চলবেন। তাঁর কথায় মুলায়ম সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা।একই সঙ্গে তিনি তাঁর বাবাও। এই সম্পর্ক অবিচ্ছেদ্য। মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা বলার সময় এ কথা জানিয়েছেন অখিলেশ। তিনি বলেছেন, এখন তাঁর লক্ষ্য, রাজ্যে ফের সমাজবাদী পার্টির সরকার গঠন। এজন্য তিনি সবাইকে সঙ্গে নিয়ে চলতে চান।
অখিলেশের সমাজবাদী পার্টির সঙ্গে কংগ্রেসের জোট নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে। সূত্রের খবর, মূলায়ম এই জোটে আপত্তি তুলেছিলেন। কিন্তু অখিলেশ প্রকাশ্যেই এই জোটের পক্ষে সওয়াল করেছেন। এবার সমাজবাদী পার্টির কর্তৃত্ব অখিলেশের হাতেই। তাই জোট নিয়ে আশাবাদী দুই পার্টির নেতারাই। অখিলেশের ঘনিষ্ঠ রামগোপাল যাদবের আশা,বৃহত্তর ধর্মনিরপেক্ষ জোট গডে উঠবে। তিনি বলেছেন, কংগ্রেসের সঙ্গে জোটের ব্যাপারে অখিলেশই সিদ্ধান্ত নেবেন। এবার অখিলেশই জোটের ব্যাপারে সুষ্পষ্ট বার্তাই দিলেন বলে মনে করা হচ্ছে।
এদিকে, গতকাল কমিশনের সিদ্ধান্তের পর রাতে অখিলেশ দেখা করেন মুলায়মের সঙ্গে।
এদিন সকাল থেকেই সমাজবাদী পার্টির সদর দফতরে দলের নেতা ও কর্মী-সমর্থকরা ভিড় জমান।
অন্যদিকে, মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে নিজের বাংলোতেই ছিলেন মুলায়ম। সেখানে ভাই শিবপাল ও অম্বিকা চৌধুরীর মতো ঘনিষ্ঠদের সঙ্গে দেখা করেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement