উত্তরপ্রদেশে বিজেপি বিধায়কের মোষ চুরি, খোঁজে নামল পুলিশ!
সীতাপুর(উত্তরপ্রদেশ): রাজনৈতিক নেতার মোষ চুরি গিয়েছে। তাদের হন্যে হয়ে খুঁজে ফিরছে পুলিশ! ঘটনাস্থল উত্তরপ্রদেশ।
খবরে প্রকাশ, সীতাপুর জেলার হারগাঁওয়ের বিজেপি বিধায়ক সুরেশ রাহির খামারবাড়ি থেকে দুটি মহিষ চুরি গিয়েছে বলে অভিযোগ। চুরি যাওয়া মহিষগুলির একটি মাদী ও একটি বাছুর রয়েছে।
গতকাল, কোতোয়ালি থানায় এই মর্মে অভিযোগ দায়ের করেন বিধায়কের বাবা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামলাল রাহি। সীতাপুরের সার্কল অফিসার যোগেন্দ্র সিংহ জানান, সোমবার সন্ধ্যা পর্যন্ত মোষগুলির খোঁজ মেলেনি।
যদিও, রামলাল রাহি জানিয়েছেন, অভিযোগ তিনি দায়ের করেছেন এবং এর সঙ্গে তাঁর ছেলের কোনও সন্দেহ নেই। কিন্তু, এই ইস্যুর সঙ্গে চার বছর আগে সমাজবাদী পার্টি নেতা আজম খানের মোষ খোয়া যাওয়ার ঘটনার সঙ্গে তুলনা এসে যাচ্ছে।
প্রসঙ্গত, আজম খান সেই সময় রাজ্যের মন্ত্রী ছিলেন। রামপুর জেলায় তাঁর খামারবাড়ি থেকে কয়েকটি মোষ চুরি হয়েছিল বলে অভিযোগ। এই ঘটনার জেরে কর্তব্যে গাফিলতির অভিযোগে তিন পুলিশকর্মী সাসপেন্ড হন। আজম খানের মোষের সুরক্ষায় পুলিশ ফোর্স পাঠায় তৎকালীন শাসক দল।
চুরি যাওয়ার ৩৬-ঘণ্টার মধ্যে মোষগুলিকে উদ্ধার করে পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রায় দেড় বছর বাদে গ্রেফতার করা হয় তিনজনকে।