এক্সপ্লোর
Advertisement
মুলায়ম-অখিলেশ লড়াইয়ে লাভ বিজেপি-র, বলছে সমীক্ষা
নয়াদিল্লি: উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির অভ্যন্তরীণ দ্বন্দ্বে কপাল খুলে যেতে পারে বিজেপি-র। এবিপি নিউজ-লোকনীতি সিএসডিএস যৌথ জনমত সমীক্ষায় এমনই ইঙ্গিত মিলেছে।
উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে ১৪১ থেকে ১৫১টি আসন পেতে পারে সমাজবাদী পার্টি। বিজেপি-র ঝুলিতে যেতে পারে ১২৯ থেকে ১৩৯টি আসন। ৯৩ থেকে ১০৩টি আসন পেতে পারে মায়াবতীর বহুজন সমাজ পার্টি। কংগ্রেস পেতে পারে ১৩ থেকে ১৯টি আসন। এই হিসেব মুলায়ম সিংহ যাদবের সঙ্গে অখিলেশ যাদবের ঐক্যবদ্ধ লড়াইয়ের সম্ভাবনাকে মাথায় রেখে।
কিন্তু যদি সমাজবাদী পার্টি ভেঙে যায়, অখিলেশ আলাদা লড়াই করেন, সেক্ষেত্রে লাভবান হবে বিজেপি। সমীক্ষায় ইঙ্গিত, অখিলেশ-মুলায়ম আলাদা লড়াই করলে ১৩৩ থেকে ১৪৩টি আসন পেতে পারে অখিলেশ শিবির। মুলায়ম শিবির পেতে পারে ৯ থেকে ১৫টি আসন। বিজেপি ১৫৮ থেকে ১৬৮, বসপা ১১০ থেকে ১২০ এবং কংগ্রেস ১৪ থেকে ২০টি আসন পেতে পারে। অর্থাৎ সমীক্ষায় ইঙ্গিত, সমাজবাদী পার্টি ভাঙলে আখেরে লাভ হবে বিজেপির।
সমীক্ষা অনুযায়ী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে পছন্দের তালিকায় শীর্ষে অখিলেশ। মুখ্যমন্ত্রী হিসেবে অখিলেশকে চান ২৮ শতাংশ মানুষ। মুখ্যমন্ত্রী পদে পছন্দের তালিকায় দ্বিতীয় স্থানে বসপা নেত্রী মায়াবতী। মুখ্যমন্ত্রী হিসেবে মায়াবতীকে চান ২১ শতাংশ মানুষ। আর মুখ্যমন্ত্রী হিসেবে বাবা ও ছেলের তুলনায়, সমীক্ষায় এগিয়ে রয়েছেন ছেলে অখিলেশ। সেক্ষেত্রে ৩৭ শতাংশ চান মুখ্যমন্ত্রীর চেয়ারে বসুন অখিলেশ। মুখ্যমন্ত্রী হিসেবে মুলায়মকে চান ৩৩ শতাংশ মানুষ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement