এক্সপ্লোর
তেলঙ্গানায় দ্বিতীয় সরকারি ভাষার স্বীকৃতি, পরীক্ষা নেওয়া হবে উর্দুতে

নয়াদিল্লি: তেলঙ্গানায় দ্বিতীয় সরকারি ভাষার স্বীকৃতি পেল উর্দু। রাজ্য বিধান পরিষদে বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এই ঘোষণা করেন। এবার থেকে তেলঙ্গানায় সব প্রতিযোগিতামূলক পরীক্ষা উর্দুতেও নেওয়া হবে বলে খবর। উর্দুর দ্বিতীয় সরকারি ভাষার স্বীকৃতির দাবিটি বহুদিনের বলে বৃহস্পতিবার বিধান পরিষদের ভাষণে জানান মুখ্যমন্ত্রী। সংবাদপত্রের রিপোর্টে প্রকাশ, রাজ্যবাসীর কাছ থেকে আবেদনপত্র নেওয়া ও জবাব দেওয়ার জন্য আগামী ৬০ দিনে সব রাজ্য সরকারি দপ্তরে উর্দু জানা অফিসার নিয়োগ করা হবে। বিশেষ জেলা সিলেকশন কমিটি গড়ে ৯০০ উর্দু শিক্ষক নেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উর্দু ভাষার চর্চা, প্রসারেও অগ্রাধিকার দেবেন তিনি। মুখ্যমন্ত্রীর দপ্তরে ২ জন, সাধারণ প্রশাসনিক অফিসেও ৪ জন উর্দু জানা অফিসার নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী রাও জানান, সংসদে তাঁর দল তেলঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস) মুসলিমদের মধ্যে পিছিয়ে পড়া অংশের জন্য সংরক্ষণের প্রস্তাব তুলবে, এ ব্যাপারে সু্প্রিম কোর্টের দ্বারস্থও হতে পারে তারা। সংরক্ষণের প্রসঙ্গটি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তুলেছিলেন এবং তিনি ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন বলে দাবি করেন রাও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















