গৌরী লঙ্কেশ হত্যার নিন্দায় আমেরিকা
নয়াদিল্লি: বিশিষ্ট সাংবাদিক গৌরী লঙ্কেশের হত্যার নিন্দা করল আমেরিকা।
লঙ্কেশের হত্যা নিয়ে মুখর হয়েছে দেশের ও বিদেশের সংবাদমাধ্যম। তাদের সুরেই এই ঘৃন্য হত্যার বিরুদ্ধে সোচ্চার হয়েছে ইউএস মিশন। নয়াদিল্লির মার্কিন দূতাবাস থেকে এক বিবৃতি দিয়ে বলা হয়, আমরা লঙ্কেশের পরিবার, বন্ধু ও সহকর্মীদের সমবেদনা জানাচ্ছি।
মঙ্গলবার বেঙ্গালুরুতে নিজের বাড়ির সামনেই খুন হন হিন্দুত্ববাদী রাজনীতির স্পষ্টবাদী সমালোচক ৫৫ বছরের লঙ্কেশ। মোটরসাইকেলে এসে খুব কাছ থেকে তাঁকে গুলি করে হত্যা করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা।
কন্নড় ভাষার ট্যাবলয়েড ‘গৌরী লঙ্কেশ পত্রিকে’-র সম্পাদক হওয়ার পাশাপাশি, আরও বেশ কয়েকটি প্রকাশনা সংস্থার সঙ্গে জড়িত ছিলেন লঙ্কেশ।
এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়া, প্রেস ক্লাব অফ ইন্ডিয়া সহ লঙ্কেশের হত্যার নিন্দায় মুখর হয় তাঁর দেশের বিভিন্ন সংবাদমাধ্যম সংগঠন। তাদের মতে, এই হত্যা সংবাদমাধ্যমের বাক-স্বাধীনতার ওপর আঘাত।