এক্সপ্লোর
Advertisement
বেলাইন উৎকল এক্সপ্রেস:দুর্ঘটনার দায় কার, আজকের মধ্যেই জানান, রেলবোর্ডের চেয়ারম্যানকে নির্দেশ রেলমন্ত্রীর
নয়াদিল্লি: শনিবার উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে বেলাইন হয়ে যায় কলিঙ্গ-উৎকল এক্সপ্রেস। ঘটনায় এখনও পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে, আহত শতাধিক। ভয়বাহ এই রেল দুর্ঘটনায় শোকপ্রকাশ করে রেলমন্ত্রী সুরেশ প্রভু রেলবোর্ডের চেয়ারাম্যান এ.কে মিত্তলকে নির্দেশ দিয়েছেন আজকের মধ্যেই দুর্ঘটনার দায় কার, সেই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে। এইমুহূর্তে যা প্রমাণ পাওয়া যাচ্ছে, তার ভিত্তিতেই মিত্তলকে রিপোর্ট জমা দিতে বলেছেন প্রভু।
শনিবার উত্তরাখণ্ডের হরিদ্বার যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার জন্যে ভারতীয় দণ্ডবিধির ৩০৪এ ধারায় অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। যদিও রেলের তরফে দুর্ঘটনা সংক্রান্ত রিপোর্ট তৈরি করা হচ্ছে।
সুরেশ প্রভু টুইট করে আরও জানিয়েছেন, দুর্ঘটনার রিপোর্ট তৈরিতে কোনওরকমের শিথিলতা তিনি সহ্য করবেন না। এদিকে খতৌলিতে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে দ্রুততার সঙ্গে। পরিষেবা স্বাভাবিক করাই এখন তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, টুইটে দাবি প্রভুর। পুরো পরিস্থিতির ওপর তিনি কড়া নজর রাখছেন বলেও জানিয়েছেন।Will not allow laxity in operations by the Board. Have directed CRB to fix responsibility on prima facie evidence by end of day.
— Suresh Prabhu (@sureshpprabhu) August 20, 2017
Restoration is top priority.7 coaches tackled. Also ensuring best possible medical care for the injured. Monitoring situation closely. — Suresh Prabhu (@sureshpprabhu) August 20, 2017এদিকে উত্তর রেলওয়ের মেরঠ লাইন দিয়ে যে ট্রেনগুলির যাওয়ার কথা ছিল, তারমধ্যে কয়েকটা বাতিল হয়ে গেছে। কয়েকটার রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে। আজ সন্ধে ছটা পর্যন্ত ঘুরপথে ওই রুটে ট্রেন চালানো হবে। রেলের এক আধিকারিকের দাবি, আজ সন্ধে ৬টা থেকে রাত ৯ টার মধ্যে ওই লাইনে ফের ট্রেন চালানো শুরু করা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement