এক্সপ্লোর
Advertisement
উত্তরপ্রদেশে বিয়ের শোভাযাত্রা দেখতে বেরিয়ে ধর্ষণের শিকার ৬ বছরের মেয়ে
সিদ্ধার্থনগর: উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলার সেমহা বাঝা গ্রামে বিয়ের শোভাযাত্রা দেখতে বেরিয়েছিল ছয় বছরের একটি মেয়ে। সেখান থেকে তুলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। গ্রেফতার জীতেন্দ্র যাদব নামে ২৮ বছরের এক যুবক।
চিলিহা থানার ভারপ্রাপ্ত আধিকারিক ব্রহ্ম শঙ্কর গৌড় জানিয়েছেন, জীতেন্দ্র ওই নাবালিকাকে একটি বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। মেয়েটিকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। তার প্রচুর রক্তক্ষরণও হয়। তাকে চিকিত্সার জন্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুদিন আগেই এটাতে একটি বিয়ের অনুষ্ঠান চলাকালে এক নাবালিকাকে ধর্ষণের পর খুন করে ১৯ বছরের এক দুষ্কৃতী। এরইমধ্যে সিদ্ধার্থনগরের ঘটনা ঘটল।
গৌড় জানিয়েছেন, মেয়েটির বাবার অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ) এবং শিশুদের যৌন অপরাধ থেকে রক্ষা (পকসো) আইনের আওতায় মামলা রুজু করা হয়েছে।
অভিযোগে মেয়েটির বাবা জানিয়েছেন, বিয়ের শোভাযাত্রা দেখতে বাড়ির বাইরে বেরিয়েছিল নির্যাতিতা। অনেকটা সময় কেটে যাওয়ার পরও সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে তাকে বাগানে অচেতন অবস্থায় পাওয়া যায়। তার মুখে কাপড় গোঁজা ছিল। প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল তার। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে জ্ঞান ফিরে আসার পর সে সব ঘটনা তার বাবা-মাকে জানায়।
জেলার পুলিশ সুপারও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement