এক্সপ্লোর
ছাত্রকে ছুরির কোপ সপ্তম শ্রেণীর ছাত্রীর , জখম পড়ুয়াকে দেখতে গেলেন যোগী, গ্রেফতার প্রিন্সিপাল

নয়াদিল্লি: উত্তরপ্রদেশের লখনউয়ের একটি স্কুলে প্রথম শ্রেণীর এক পড়ুয়ার ওপর ছুরি নিয়ে হামলা চালাল সপ্তম শ্রেণীর এক ছাত্রী। স্কুলে যাতে একদিন ছুটি থাকে সেজন্যই এভাবে প্রথম শ্রেণীর পড়ুয়াকে ওই ছাত্রী খুনের চেষ্টা করে বলে জানা গেছে। পুলিশ স্কুলের প্রিন্সিপালকে গ্রেফতার করেছে। এই ঘটনা মনে করিয়ে দিয়েছে গুরগাঁয়ের রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের প্রদ্যুম্ন হত্যাকাণ্ডের ঘটনা। আক্রান্ত ছয় বছরের পড়ুয়া হৃতিক শর্মাকে লখনইয়ের ত্রিবেণী নগর এলাকার ব্রাইটল্যান্ড স্কুলের শৌচাগারে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। জানা গেছে, হৃতিকের বুক, তলপেট ও বাম চোখে গুরুতর আঘাত লেগেছে। স্কুলের প্রিন্সিপাল রীনা মানস জানিয়েছেন, মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। জখম হৃতিককে কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটির ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। হৃতিক তার বাবা-মাকে জানিয়েছে, ছেলেদের মতো চুলের ছাঁটের একটি মেয়ে তাকে শৌচাগারে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করা হয় এবং ছুরি দিয়ে কোপানো হয়। হৃতিকের জখম ছাত্রকে দেখতে এদিন ট্রমা সেন্টারে যান উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি হাসপাতালের চিকিত্সকদের কাছে ছাত্রটির শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। হৃতিক বর্তমানে বিপন্মুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ঘটনার পরের দিন বুধবার পুলিশ স্কুল ভবনের তিনতলার ওই শৌচাগারের শৌচাগারটি সিল করে দিয়েছে।অভিযুক্ত ছাত্রীর পরিচয় জানার চেষ্টা চলছে। হৃতিকের বয়ানের ভিত্তিতে পুলিশ ১২ বছরের এক ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে। ছবি দেখে হৃতিক ওই ছাত্রীকে চিহ্নিত করার পর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছে। তাকে জুভেনাইল জাস্টিস বোর্ডের কাছে পেশ করা হবে। একইসঙ্গে স্কুলের প্রিন্সিপালকে গ্রেফতার করা হয়েছে বলে লখনউয়ের এসএসপি দীপক কুমার জানিয়েছেন। উল্লেখ্য, গত বছরের ৮ সেপ্টেম্বরে গুরগাঁয়ের রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র প্রদ্যুম্ন ঠাকুরকে স্কুলেরই শৌচাগারে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। স্কুলে পরীক্ষা যাতে স্থগিত হয়ে যায়, সেজন্যই উঁচু ক্লাসের এক ছাত্র ছয় বছরের প্রদ্যুম্নকে খুন করে বলে অভিযোগ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















