এক্সপ্লোর
Advertisement
নাবালিকা ধর্ষণ অপরাধীকে মৃত্যুদণ্ড দিতে আইন আনুক রাজ্য, বলল উত্তরাখণ্ড হাইকোর্ট
নৈনিতাল: নাবালিকা ধর্ষণে অপরাধীর যাতে মৃত্যুদণ্ডের সাজা হয়, সেজন্য উত্তরাখণ্ড হাইকোর্ট রাজ্য সরকারকে আইন করার সুপারিশ করল। এ ধরনের দুষ্কর্ম রোধে মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তিই কাম্য বলে মত আদালতের। ২০১৬-র জুনে ৮ বছরের মেয়েকে ধর্ষণ ও খুনে নিম্ন আদালতে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ডের নির্দেশ বহাল রেখে বিচারপতি রাজীব শর্মা ও বিচারপতি অলোক সিংহকে নিয়ে গঠিত উত্তরাখণ্ড হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এহেন মত জানাল।
বাচ্চাদের বিরুদ্ধে সাম্প্রতিক কালে অপরাধের উল্লেখযোগ্য বৃদ্ধির প্রসঙ্গ তুলে বেঞ্চ বলে, ১৫ বছর বা তার কম বয়সি মেয়েদের ধর্ষণে দোষীদের মৃত্যুদণ্ড দেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় আইন আনতে পারে রাজ্য সরকারই। বিচারপতিরা এমন একাধিক ঘটনার উল্লেখ করেন, যেক্ষেত্রে ১৫ বা তার কম বয়সের মেয়েদের ওপর পাশবিক অত্যাচার চালিয়ে মেরে ফেলা হয়েছে। এসব রুখতে কঠোর প্রতিরোধী ব্যবস্থা প্রয়োজন বলে অভিমত জানান তাঁরা। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর শিশুদের ওপর অপরাধ সংক্রান্ত সাম্প্রতিক রিপোর্ট উদ্ধৃত করে তাঁরা জানান, ২০১৪, ২০১৫-য় যেখানে এমন অপরাধের সংখ্যা ছিল যথাক্রমে ৪৮৯ ও ৬৩৫টি, সেখানে ২০১৬-য় ৬৭৬টি এধরনের ঘটনা নথিভুক্ত হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement