এক্সপ্লোর
Advertisement
রাস্তায় মহারাষ্ট্রের মন্ত্রীর মূত্রত্যাগের ভিডিও ভাইরাল, সমালোচনা
মুম্বই: কেন্দ্রীয় মন্ত্রী রাধামোহন সিংহের পর এবার মহারাষ্ট্রের জল সংরক্ষণ মন্ত্রী রাম শিণ্ডে। ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত অভিযানকে বুড়ো আঙুল দেখিয়ে রাস্তায় মূত্রত্যাগ করলেন স্বয়ং এক মন্ত্রী। সেই ভিডিও ইন্টারনেটে ভাইরাল। এরপরেই শুরু হয়েছে সমালোচনা। এনসিপি মুখপাত্র নবাব মালিক বলেছেন, ‘একজন মন্ত্রীর রাস্তায় শৌচাগার খুঁজে না পাওয়ার ঘটনা বুঝিয়ে দিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত অভিযান ব্যর্থ। এই ঘটনায় প্রমাণ হয়ে গেল, পেট্রোল ও ডিজেলের উপর স্বচ্ছ ভারত সেসের নামে জনগণের টাকা লুঠ করছে সরকার।’
সোলাপুর-বারশি সড়কে এই ঘটনা ঘটেছে। নিজের গাড়িতে চড়ে সেখান দিয়ে যাওয়ার সময় রাস্তার ধারে মূত্রত্যাগ করেন মন্ত্রী। সমালোচনার মুখে তিনি আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, ‘জলয়ুক্ত শিবর প্রকল্পের কাজ খতিয়ে দেখার জন্য গত এক মাস ধরে আমি রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি। প্রচণ্ড গরম ও ধুলোর মধ্যে ক্রমাগত ঘুরে বেড়ানোর ফলে আমি অসুস্থ হয়ে পড়েছি। জ্বর গায়ে যাওয়ার সময় রাস্তার ধারে কোথাও শৌচাগার না পেয়ে প্রকাশ্যেই মূত্রত্যাগ করতে বাধ্য হই।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement