গোয়ার সংস্কৃতি না মানলে তাড়িয়ে দেব পর্যটকদের, এবার হুমকি পর্যটন মন্ত্রীর
পানাজি: যে পর্যটকরা গোয়ার ‘সংস্কৃতি ও ঐতিহ্যের’ খেয়াল রাখবেন না, তাঁদের ‘তাড়িয়ে’ দেওয়া হবে। এমনই জানিয়ে দিলেন গোয়ার পর্যটন মন্ত্রী মনোহর আজগাঁওকর।
রাজ্য পর্যটন দফতর আয়োজিত ফুড অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যালের সূচনা করতে গিয়ে তিনি বলেন, যে সব পর্যটকরা এরাজ্যে আসেন, তাঁদের উচিত এখানকার সংস্কৃতি ও ঐতিহ্যের রক্ষণাবেক্ষণ করা। তা না হলে, আমি তাঁদের এখান থেকে তাড়িয়ে দেব।
মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি (এমজিপি) বিধায়ক আজগাঁওকর যোগ করেন, আমরা সেই সব পর্যটকদের চাই না, যাঁবা রাজ্যে এসে মাদক বিক্রি করে। আমরা সেই সব হোটেল চাই না, যেখানে মাদক বিক্রি হয়।
প্রসঙ্গত গত শুক্রবারই এক শ্রেণির দেশী পর্যটককে ‘দুনিয়ার আবর্জনা’ বলে উল্লেখ করেছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী বিয় সারদেশাই। তাঁর আবেদন, গোয়ার উচিত পর্যটকের সংখ্যাকে গুরুত্ব না দিয়ে গুণমানে গুরুত্ব দেওয়া।
তিনি বলেন, এক শ্রেণির পর্যটক গোয়ায় এসে উপদ্রব শুরু করেছে। এরা হল দুনিয়ার আবর্জনা এবং এদের গোয়ায় এদের ঢুকতে দেওয়া উচিত নয়।