এক্সপ্লোর
Advertisement
কুড়ি বছর ধরে মহিলাকে অন্ধকার কুঠুরিতে বন্ধ রাখল পরিবার, নগ্ন অবস্থায় উদ্ধার করল পুলিশ
পানাজি: গোয়ার ক্যান্ডোলিম গ্রামে এক মহিলাকে তাঁর পরিবার গত কুড়ি বছর ধরে বাড়ির মধ্যে এক অন্ধকার কুঠুরিতে বন্দি করে রেখেছিল। মহিলার বিরুদ্ধে অভিযোগ, তিনি মাঝেমধ্যেই অস্বাভাবিক আচরণ করতেন। গতকাল সেই মহিলাকে তাঁর বাড়ির মধ্যে থেকে উদ্ধার করে পুলিশ।
সম্প্রতি, একটি স্বেচ্ছাবেসী সংস্থা পুলিশকে ওই মহিলার বিষয়ে তথ্য দেয়। নিজের বাবা-মায়ের বাড়িতেই মহিলাকে এভাবে দীর্ঘ কুড়ি বছর বন্দি করে রাখা হয়েছিল। এইমুহূর্তে মহিলার বাবা-মা কেউ বেঁচে নেই। ওই বাড়িতে থাকেন মহিলার দুই ভাই ও তাঁদের পরিবারের সদস্যরা। মহিলাকে একটি জানলা দিয়ে জল এবং খাবার দিয়ে দেওয়া হত বলে জানা গিয়েছে।
ঘরের মধ্যে ঢুকে মহিলাকে নগ্ন অবস্থায় উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে মুম্বইবাসী এক ব্যক্তির সঙ্গে মহিলার বিয়েও হয়েছিল। তবে পরে জানা যায়, সেই ব্যক্তি আগে থেকেই বিবাহিত ছিলেন। এরপরই বাবা-মায়ের কাছে ফিরে আসেন ওই মহিলা। মহিলার বর্তমান পরিবারের সদস্যদের দাবি, মুম্বই থেকে ফিরে আসার পরই অস্বাভাবিক আচরণ শুরু করেন ওই মহিলা। আপাতত চিকিত্সার জন্যে মহিলাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করেছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement