ঘুমের ওষুধ খাইয়ে নগদ, গহনা নিয়ে চম্পট! ১১ জনকে বিয়ে করে প্রতারণা, গ্রেফতার মহিলা
![ঘুমের ওষুধ খাইয়ে নগদ, গহনা নিয়ে চম্পট! ১১ জনকে বিয়ে করে প্রতারণা, গ্রেফতার মহিলা Woman Held For Duping Men After Marriage Of Cash Jewellery ঘুমের ওষুধ খাইয়ে নগদ, গহনা নিয়ে চম্পট! ১১ জনকে বিয়ে করে প্রতারণা, গ্রেফতার মহিলা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/12/18155926/woman.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়ডা: বিভিন্ন সময়ে ১০ জনকে বিয়ে, প্রত্যেককেই বোকা বানিয়ে কয়েক লক্ষ টাকা, সোনাদানা হাতিয়ে চম্পট! এমন প্রতারণার অভিযোগে নয়ডা থেকে মেঘা ভার্গব নামে এক মহিলা ও তাঁর দুই সঙ্গীকে গ্রেফতার করল কেরল পুলিশ ও নয়ডা পুলিশের যৌথ দল।
মেঘার বিরুদ্ধে গত অক্টোবরে থানায় অভিযোগ দায়ের হয়। লোরেন জাস্টিন নামে কোচির এক বাসিন্দার দাবি, বিয়ের কিছুদিন বাদেই ১৫ লক্ষ টাকার গয়না নিয়ে উধাও হয়ে গিয়েছেন তাঁর স্ত্রী মেঘা। তদন্তে নেমে কেরল পুলিশ জানতে পারে, মেঘার প্রতারণার শিকার হওয়া কেরলের চতুর্থ ব্যক্তি লোরেন। কেরল, মুম্বই, পুনে, রাজস্থান, ইন্দৌর মিলিয়ে মোট ১১ পুরুষকে বিয়ে করেছেন মেঘা।
পুলিশ জানিয়েছে, মূলত ডিভোর্সি, শারীরিক প্রতিবন্ধী পুরুষদের টার্গেট করতেন মেঘা। বিয়ের অল্প দিন পরেই তিনি স্বামী, শ্বশুরবাড়ির লোকজনকে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে অচেতন করে নগদ অর্থ, সোনাদানা নিয়ে কেটে পড়তেন।
পুলিশ সুপার (সিটি) দীনেশ যাদব বলেছেন, ইলেকট্রনিক নজরদারির মাধ্যমে মেঘা এখানকার সেক্টর ১২০-র আম্রপালির জোডিয়াক সোসাইটির একটি বাড়িতে পাওয়া যায়। গতকাল রাতে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর দুই সঙ্গীও ধরা পড়ে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)