এক্সপ্লোর
Advertisement
‘কুপ্রস্তাবে’ নারাজ, কিশোরের গোপনাঙ্গে নৃশংস অত্যাচার, অভিযুক্ত বিবাহিত মহিলা পলাতক
নয়ডা (উত্তরপ্রদেশ): কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১৩ বছরের কিশোরের গোপনাঙ্গে গরম সাঁড়াশির ছ্যাঁকা! নৃশংস যৌন নির্যাতনে অভিযুক্ত বিবাহিত মহিলা। বদলপুর থানা লিমিটসের অধীন চাপরাউলা গ্রাম থেকে এই অভিযোগ এসেছে বলে খবর পুলিশের।
পুলিশ জানিয়েছে, ছেলেটির মায়ের দাবি, তাঁর পুত্রের ওপর চরম অত্যাচার করা মহিলা তাঁদের পড়শী। সম্ভবত বছর কুড়ির বেশি বয়সি ওই মহিলা গত শুক্রবার দুপুরে একা ছিলেন বাড়িতে। তাঁর ছেলেকে প্রলুব্ধ করে বাড়িতে ডাকেন তিনি। তাঁর যৌন প্রস্তাব ফেরানোয় ছেলের গোপনাঙ্গ গরম সাঁড়াশি দিয়ে চেপে ধরেন।
এ ব্যাপারে মঙ্গলবার অভিযোগ দায়ের হয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৩২৩ (ইচ্ছা করে আঘাত করা), ৩২৪ (হাতিয়ার দিয়ে আঘাত করা), ৩৪২ (অন্যায় ভাবে আটকে রাখা), ৩৬৩ (অপহরণ), ৫০৬ (অপরাধের উদ্দেশ্যে ভয় দেখানো) ধারায় এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযুক্ত মহিলা পলাতক। শিশু-কিশোরকে যৌন হেনস্থার হাত থেকে রক্ষা সংক্রান্ত পকসো আইনের নানা ধারায়ও অভিযুক্ত হয়েছেন তিনি।
এক পুলিশ কর্তা বলেছেন, পুলিশ সব দিক থেকে অভিযোগটি খতিয়ে দেখছে। পুলিশের কাছে অভিযোগ জানাতে বিলম্ব হওয়ার ফলে অনেক প্রশ্ন উঠছে, যার উত্তর মিলছে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement