এক্সপ্লোর
Advertisement
বাড়িতে শৌচালয় তৈরির জন্য 'মঙ্গলসূত্র' বন্ধক মহিলার
সাসারাম: বাড়িতে শৌচালয় বানানোর জন্য মঙ্গলসূত্র বন্ধক রাখলেন এক মহিলা। বিহারের সাসারামের বরাখান্না গ্রামের ওই মহিলা ফুলকুমারী বাড়িতে শৌচালয় তৈরির জন্য প্রয়োজনীয় অর্থ যোগাড় করতে পারেননি। স্থানীয় পঞ্চায়েত সূত্রে জানা গেছে, স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের রান্নার কাজ করেন ফুলকুমারী। স্বামী খেতমজুর। দুজনেরই আয় নিতান্তই কম। কিন্তু বাড়িতে শৌচালয় তৈরি করতে চাইছিলেন ফুলকুমারী। এজন্য তিনি তাঁর মঙ্গলসূত্র বন্ধক দিয়ে অর্থ সংগ্রহ করেন। বাড়ির পুরুষ সদস্যরা অবশ্য ফুলকুমারীর মঙ্গলসূত্র বন্ধক রাখতে বাধা দিয়েছিল। কিন্তু তাতে কর্ণঁপাত করেননি ফুলকুমারী।
এই খবর পৌঁছয় জেলা প্রশাসনের কাছে। রোহতাস জেলা ম্যাজিস্ট্রেট অনিমেষ কুমার জানিয়েছেন, এই সাহসী পদক্ষেপের জন্য ফুলকুমারীকে সারা জেলার সামগ্রিক স্বাস্থ্য সংক্রান্ত কর্মসূচীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বুধবার ফুলকুমারীর বাড়িতে শৌচালয় তৈরির কাজের উদ্বোধনে উপস্থিত থাকবেন অনিমেষ কুমার সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
খবর
Advertisement