এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
প্রেমিকের চাহিদা মতো টাকা জোগাড় করতে কিডনি বিক্রির চেষ্টা মহিলার
নয়াদিল্লি: প্রেম কোনও সীমা মানে না। প্রেমাস্পদকে বিয়ে করতে নিজের কিডনি বিক্রির চেষ্টা করলেন এক তরুণী। ২১ বছরের ওই তরুণী বিহারের বাসিন্দা। তিনি বিবাহবিচ্ছিন্না। বিবাহবিচ্ছেদের পর বাবা-মায়ের বাড়িতেই থাকতেন তিনি। ওই সময় প্রতিবেশী এক যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তাঁর। কিন্তু ওই তরুণীর বাবা-মা ওই যুবকের সঙ্গে বিয়ে দিতে রাজি ছিলেন না। এজন্য বাড়ি ছাড়েন ওই তরুণী। চলে আসেন উত্তরপ্রদেশের মোরাদাবাদে। সেখানে ওই যুবক কাজ করেন। তরুণীর আশা ছিল, তাঁকে বিয়ে করবেন ওই যুবক। কিন্তু ওই যুবক জানান, তাঁকে টাকা দিলে তবেই বিয়ে করতে পারবেন। তরুণীর কাছ থেকে ১.৮০ লক্ষ টাকা চান ওই যুবক।
এরপর টাকা যোগাড়ের জন্য নিজের কিডনি বেচতে দিল্লি চলে আসেন ওই তরুণী। একটি সরকারি হাসপাতালে নিজের একটি কিডনি বেচতে আসেন তিনি। চিকিত্সকরা সন্দেহ করেন যে, কোনও কিডনি চক্রের সঙ্গে যুক্ত ওই মহিলা। তাঁরা মহিলা হেল্পলাইনে ফোন করেন। দিল্লি মহিলা কমিশনের একটি দল হাসপাতালে পৌঁছয়। দলের প্রতিনিধিদেরকে নিজের কিডনি বেচার চেষ্টার কারণ জানান ওই তরুণী। কমিশনের সদস্যরা তাঁকে তাঁর প্রেমিকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পরামর্শ দেন। কিন্তু তিনি তা করতে অস্বীকার করেন এবং বিহারে বাবা-মায়ের কাছে ফিরে যান।
দিল্লি মহিলা কমিশন বিষয়টি বিহারের মহিলা কমিশনকে জানিয়েছে। তরুণীকে সহায়তা দানের আর্জিও জানানো হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement