এক্সপ্লোর
ভূমি পূজা দাদার, কালামের স্মৃতিতে রামেশ্বরমে শুরু হল স্মারক নির্মাণ

রামেশ্বরম: বেঁচে থাকলে এদিন ৮৫ বছরে পা দিতেন এপিজে আবদুল কালাম। সর্বজনপ্রিয় সেই প্রাক্তন রাষ্ট্রপতির স্মৃতিতে তাঁর জন্মভূমি তামিলনাড়ুর রামেশ্বরমে শুরু হল স্মারক নির্মাণ। রামেশ্বরমের পিকারুম্বু এলাকায় ওই স্মারকস্থলের ভূমি পূজা সম্পন্ন করেছেন কালামের দাদা এপিজে মুথুমীরান মারাইকায়ার। বিজ্ঞানী ও রাষ্ট্রপতি কালামের বহু ছাত্রছাত্রী ও পরিবারের সদস্যরা অনুষ্ঠানে যোগ দেন। ছিলেন সরকারি আধিকারিকরাও। শুক্রবার ওই নির্মাণস্থলে যায় প্রতিরক্ষা, গবেষণা ও উন্নয়ন সংস্থা বা ডিআরডিও-র একটি দল। স্থানীয় আধিকারিকদের সঙ্গে স্মারক তৈরির ব্যাপারে আলোচনা সারে তারা। স্মারকের পাশাপাশি একটি নলেজ সেন্টারও বানানো হবে এখানে, সব মিলিয়ে বরাদ্দ হয়েছে ৫০ কোটি টাকা। নির্মাণের প্রথম পর্যায়ে ২৭,০০০ বর্গ ফুট এলাকায় স্মারকটি বানাতে ১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই এলাকায় মধ্যে পড়বে কালামের সমাধিস্থল ও তাঁর একটি মূর্তিও। আগামী বছর ২৭ জুলাই, তাঁর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে উদ্বোধন হবে এই স্মারকটি। দ্বিতীয় পর্যায়ে শুরু হবে নলেজ সেন্টার তৈরির কাজ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















