NBDA on IT Raid: BBC অফিসে আয়কর হানা! তীব্র নিন্দা সংবাদমাধ্যম সংগঠনের
BBC IT Raid: রাতভর বিবিসি-র দিল্লি ও মুম্বই অফিসে চলেছে আয়কর হানা।
নয়াদিল্লি: সংবাদ সংস্থার অফিসে রাতভর তল্লাশি চালিয়েছে আয়কর দফতর। বিবিসির দিল্লি ও মুম্বইয়ের অফিসে চলেছে আয়কর তল্লাশি। এই ঘটনার তীব্র নিন্দা করেছে ন্যাশনাল ব্রডকাস্টার অ্য়ান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশন (News Broadcasters & Digital Association) বা NBDA. NBDA-এর সদস্য BBC.
NBDA-এর প্রেস বিজ্ঞপ্তি:
এই ঘটনার নিন্দা করে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে NBDA. সেখানে NBDA-এর পক্ষ থেকে জানানো হয়েছে কোনও সংগঠন বা সংস্থাই আইনের ঊর্ধ্বে নয়। কিন্তু, কোনও সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা বা সংবাদ সংস্থা ও সাংবাদিকদের ভয় দেখানোর ঘটনার নিন্দা করা হয়েছে NBDA-এর তরফে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ধরনের পদক্ষেপ ভারতের সংবিধানের দেওয়া মতপ্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ। এমন ঘটনা গণতন্ত্রের প্রক্রিয়াকেও ব্যাহত করে বলে জানানো হয়েছে।
NBDA জানিয়েছে, এমন ধরনের আয়কর 'সমীক্ষা'য় সংবাদমাধ্যমকে হেনস্থা করা হয়। এই ঘটনায় বিশ্বের দরবারে ভারতের গণতন্ত্রের সুনাম নষ্ট হচ্ছে। সরকারের কাছে NBDA-এর আবেদন, যেকোনও তদন্ত যেন ন্যায়বিচারকে প্রাধান্য দিয়ে এবং আইন মেনে করা হয়।
এদিকে রাতভর বিবিসি-র দিল্লি ও মুম্বই অফিসে চলেছে আয়কর হানা। যদিও আয়কর দফতরের দাবি, এটি সমীক্ষার কাজ। এই নিয়ে বিবৃতি দিয়েছে কেন্দ্র, পাল্টা তোপ দেগেছে কংগ্রেস-সহ বিরোধীরা। ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে এডিটর্স গিল্ড।
সংবাদ সংস্থা সূত্রে খবর, পরিস্থিতির ওপর নজর রাখছে ব্রিটেন সরকার। প্রতিক্রিয়া জানানো হয়েছে মার্কিন প্রশাসনের তরফেও। বিষয়টি অবগত বলে জানিয়ে মার্কিন প্রশাসনের মুখপাত্র নেড প্রাইসের মন্তব্য, 'তাঁরা বিশ্বজুড়ে মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের পক্ষে।
মঙ্গলবার দিল্লি ও মুম্বইয়ের BBC অফিসে হাজির হন আয়কর কর্তারা। বেশ কয়েকঘণ্টা ঘরে তল্লাশি চলে। তারপরে অফিস থেকে কর্মীদের বের হতে অনুমতি দেওয়া হয়। শুরু তাই নয়, সাংবাদিকদের ফোন ও ল্যাপটপ নিয়ে নেওয়া হয়। সেগুলি স্ক্যান করা হয় বলে অভিযোগ।
এর আগে বিতর্ক:
সম্প্রতি BBC-এর একটি তথ্যচিত্র নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। সেটির নাম 'India- The Modi Question'. নরেন্দ্র মোদি গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন গোধরা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড হয়। তারপরেই গুজরাতে ভয়াবহ হিংসার ঘটনা ঘটেছিল। সেই সময় তৎকালীন রাজ্য সরকারের ভূমিকা এবং আরও অন্যান্য দিক তুলে আনা হয়েছে এই তথ্যচিত্রে। এটি ঘিরেই শুরু হয় তীব্র তরজা। BBC-এর এই তথ্যচিত্র নিয়ে আপত্তি জানানো হয়েছে কেন্দ্রের তরফে। ভারতে সম্প্রচারে নিষেধ করা হয়েছে। যা নিয়ে পাল্টা কেন্দ্রের বিজেপি সরকারকে তুলোধনা করেছেন বাম, কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলগুলি।