Sharad Pawar : সরকার থেকে সরতেই শরদ পওয়ারকে আয়কর দফতরের চিঠি, প্রেমপত্র পেয়েছি, কটাক্ষ এনসিপি প্রধানের
এনসিপি প্রধান শরদ পাওয়ারকে নোটিস আয়কর দফতরের। যাকে প্রেমপত্র বলে কটাক্ষ করেছেন শরদ পাওয়ার। অন্যদিকে, জমি কেলেঙ্কারি ও আর্থিক তছরুপের অভিযোগে আজ শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ ইডি-র।
![Sharad Pawar : সরকার থেকে সরতেই শরদ পওয়ারকে আয়কর দফতরের চিঠি, প্রেমপত্র পেয়েছি, কটাক্ষ এনসিপি প্রধানের NCP Chief Sharad Pawar get Income tax notice within 24 hours of removed from power criticises it love letter Sharad Pawar : সরকার থেকে সরতেই শরদ পওয়ারকে আয়কর দফতরের চিঠি, প্রেমপত্র পেয়েছি, কটাক্ষ এনসিপি প্রধানের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/30/40fd9fb53740a3960ea0f376041d8abc_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই : মহারাষ্ট্রে মহানাটকীয়ভাবে সরকার বদলের পরে ২৪ ঘণ্টাও কাটল না! সদ্য ক্ষমতা হারানো জোটের শরিক, NCP প্রধান শরদ পওয়ারকে (Sharad Pawar) নির্বাচনী হলফনামায় অসঙ্গতির অভিযোগে নোটিস পাঠাল কেন্দ্রীয় এজেন্সি আয়কর দফতর (Income Tax Department)। অন্যদিকে, উদ্ধব ঠাকরের ডানহাত এবং নরেন্দ্র মোদির কট্টর সমালোচক, শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল আরেক কেন্দ্রীয় সংস্থা ED। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
সঞ্জয় রাউতকে জমি কেলেঙ্কারি ও আর্থিক তছরুপের অভিযোগে জিজ্ঞাসাবাদ করেছে ED। নির্বাচনী হলফনামায়, হিসেবে গরমিলের অভিযোগে IT’র নোটিস পেয়েছেন শরদ পওয়ার। আয়কর-নোটিস নিয়ে, কটাক্ষের সুরে, মারাঠা রাজনীতির পোড় খাওয়া খেলোয়াড়, শরদ পওয়ার ট্যুইটারে লেখেন, আমি একটা প্রেমপত্র পেয়েছি। ২০০৪, ২০০৯, ২০১৪ এবং ২০২০ সালের নির্বাচনী হলফনামার প্রেক্ষিতে প্রেমপত্র পাঠিয়েছে আয়কর বিভাগ।
বিরোধীদের জোট সরকার ক্ষমতায় থাকাকালীনই মহারাষ্ট্রের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, এনসিপির অনিল দেশমুখ’কে গ্রেফতার করেছে CBI। মহারাষ্ট্রের আরেকমন্ত্রী নবাব মালিকে গ্রেফতার করেছে ED। এছাড়া মহারাষ্ট্রের মন্ত্রী অনিল পরবকে আর্থিক দুর্নীতির মামলায়, শিবসেনা বিধায়ক যামিনী যাদবকে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় এবং শিবসেনার আরেক বিধায়ক প্রতাপ সরনায়েককে আর্থিক দুর্নীতির মামলায় জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় এজেন্সি।
একনাথ শিণ্ডে-সহ শিবসেনার বিধায়করা বিদ্রোহ ঘোষণার পরই, বিরোধীরা অভিযোগ করেছিল, সরকার ফেলতে ফের একবার ED-CBI’কে হাতিয়ার করছে বিজেপি। এবার বিরোধীদের জোট সরকারের পতনের পরের দিনই যেভাবে শরদ পাওয়ারকে নোটিস পাঠানো হল কিংবা সঞ্জয় রাউতকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হল তা নিয়েও সরব হয়েছে বিরোধী শিবির।
কংগ্রেসের জাতীয় মুখপাত্র পবন খেড়া কটাক্ষ ছুড়ে ট্যুইটারে একটি ছবি পোস্ট করেছেন, যাতে একনাথ শিণ্ডের নামের আদ্যাক্ষর ও তাঁর ডেপুটি দেবেন্দ্র ফড়ণবীসের নামের আদ্যাক্ষর যোগ করে দেখানো হয়েছে ED। এদিকে, আর্থিক তছরুপের অভিযোগে দিল্লির মন্ত্রী ও আম আদমি পার্টির নেতা সত্যেন্দ্র জৈনের আরও ২ ঘনিষ্ঠকে এদিন গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
আরও পড়ুন- রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম বিজেপি আগে জানালে ভেবে দেখতাম, ইঙ্গিতপূর্ণ মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)