Nepal Earthquake LIVE News : নেপালে ফের ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০ ছাড়াল, কোথায় গিয়ে থামবে মৃত্যুমিছিল?
Nepal Earthquake LIVE updates: রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬ দশমিক ৪। মৃতের সংখ্যা ১০০ ছাড়াল। আহত শতাধিক
LIVE

Background
কাঠমাণ্ডু: নেপালে ভয়াবহ ভূমিকম্পে ( Nepal Earthquake ) মৃতের সংখ্যা বেড়ে হল ১২৮। মৃত্যু হয়েছে জাজারকোট জেলার নলগড় পুরসভার ডেপুটি মেয়র সরিতা সিংয়ের। আহত শতাধিক। মাঝরাতে দিল্লি-সহ উত্তর ভারতজুড়ে প্রবল কম্পন। কেঁপে ওঠে পাটনা, কলকাতাও।
গতকাল রাত ১১টা ৩৯ মিনিটে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬ দশমিক ৪। সবথেকে ক্ষতিগ্রস্ত নেপালের জাজারকোট ও পশ্চিম রুকুম জেলা। ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। বহু মানুষ নিখোঁজ। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।
Earthquake of Magnitude:6.4, Occurred on 03-11-2023, 23:32:54 IST, Lat: 28.84 & Long: 82.19, Depth: 10 Km ,Location: Nepal, for more information Download the BhooKamp App https://t.co/SSou5Hs0eO@ndmaindia @Indiametdept @Dr_Mishra1966 @Ravi_MoES @KirenRijiju @PMOIndia pic.twitter.com/XBXjcT29WX
— National Center for Seismology (@NCS_Earthquake) November 3, 2023
Nepal Earthquake Live : ভারত নেপালের জনগণের সঙ্গে আছে, X পোস্টে বার্তা মোদির
নেপালের ভূমিকম্পের ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্ভাব্য সব ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা বলেছেন। প্রধানমন্ত্রী X পোস্টে লিখেছেন: "নেপালে ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে গভীরভাবে শোকাহত। ভারত নেপালের জনগণের সঙ্গে আছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। '
Nepal Earthquake : বিপদগ্রস্থদের জন্য় সাহায্য চেয়ে ইন্টারনেটে ফাঁদ পাততে পারে জালিয়াতরা, সতর্ক করল নেপাল পুলিশ
নেপালে ভূমিকম্পের আবহে হতে পারে সাইবার প্রতারণা।বিপদগ্রস্থদের জন্য় সাহায্য চেয়ে ইন্টারনেটে ফাঁদ পাততে পারে জালিয়াতরা। সেই ব্যপারে সতর্ক করল নেপাল পুলিশ।
नेपाल प्रहरीको अनुरोध
— Nepal Police (@NepalPoliceHQ) November 4, 2023
भूकम्प पीडितहरूलाई इन्टरनेट वा अन्य माध्यमबाट आर्थिक वा अन्य सहयोग गर्दा सहयोग माग्ने व्यक्ति वा संघ-संस्थाहरू आधिकारिक हो वा होइन निश्चित गरेर मात्र सहयोग गर्नुहोला।
इन्टरनेट scammer वा exploiter हरूबाट सावधान रहन अनुरोध। #NepalEarthquake #NepalPolice pic.twitter.com/g45OviLNcv
Nepal Earthquake LIVE: নেপালে থাকা ভারতীয়দের জন্য হেল্পলাইন চালু করল নেপালের ভারতীয় দূতাবাস
নেপালে ক্রমেই লম্বা হচ্ছে মৃত্যু মিছিল। ভারতীয় দূতাবাস নেপালে আটকে থাকা ভারতীয়দের জন্য হেল্পলাইন নম্বর প্রকাশ করল। নেপালে ভারতীয় দূতাবাস ভারতীয়দের সহায়তার জন্য একটি হেল্পলাইন নম্বর প্রকাশ করেছে।
নেপালের ভারতীয়রা সাহায্য চাইতে +977-9851316807 নম্বরে কল করতে পারেন।
Earthquake News : ভূমিকম্প-বিধ্বস্ত জাজারকোটে নেপালের প্রধানমন্ত্রী
নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল শনিবার ভূমিকম্প-বিধ্বস্ত জাজারকোটে পৌঁছন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন।
Nepal Earthquake News Live : নেপালের জাজারকোট জেলাই ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল, জানাল ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি নিশ্চিত করেছে যে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালের জাজারকোট জেলায়। অযোধ্যার উত্তরে প্রায় ২২৭ কিমি এবং কাঠমান্ডুর পশ্চিম-উত্তর-পশ্চিমে ৩৩১ কিমি দূরে অবস্থিত। ভূমিকম্পের ফলে কমপক্ষে ১৩২ জন প্রাণ হারিয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
