Nepal Earthquake: পর পর ভূমিকম্পে কেঁপে উঠছে নেপাল, বাড়ছে ক্ষতির পরিমাণ
Earthquake Hits Nepal: এদিন, দুপুর ২.২৫ থেকে দুপুর ৩.১৯-এর মধ্যে চারবার কেঁপে উঠল নেপাল
নয়া দিল্লি: পর পর ভূমিকম্পে (Earthquake ) কেঁপে উঠল নেপাল (Nepal)। পূর্ব স্মৃতি ফিরছে নেপালে। মঙ্গলবার দুপুরে প্রথম ভূমিকম্প (Tremor) অনুভূত হয়। ৫৪ মিনিটে চারবার ভূমিকম্প অনুভূত হল নেপালে।
ভূমিকম্পটির উতসস্থল ছিল ভজহাং। পশ্চিম নেপালের বিভিন্ন প্রান্ত থেকে ভূমিকম্পের কারণে ঘর ভাঙার খবর আসছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর আসেনি।
#WATCH | Few buildings in Bajhang district suffer damage after 6.2 magnitude earthquake strikes Nepal
— ANI (@ANI) October 3, 2023
(Source: API-Nepal) pic.twitter.com/t7Bn90MNEe
এদিন, দুপুর ২.২৫ থেকে দুপুর ৩.১৯-এর মধ্যে চারবার কেঁপে উঠল নেপাল। দুপুর ২.২৫ মিনিটে নেপালে প্রথমবার কম্পন, রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪.৬। দুপুর ২.৫১টা নাগাদ দ্বিতীয়বার কেঁপে উঠে নেপাল। সেই সময় কম্পনের মাত্রা ছিল ৬.২। এরপর ফের দুপুর ৩.০৬ মিনিটে তৃতীয়বার কম্পন অনুভূত হয় নেপালে। যার তীব্রতা ছিল রিখটার স্কেলে ৩.৬। এরপর দুপুর ৩.১৯ মিনিটে চতুর্থবারের জন্য কেঁপে উঠে নেপাল। পরপর ভূমিকম্পে নেপালে ক্ষতিগ্রস্ত বহু বাড়ি।
২০১৫ সালের ভূমিকম্পের স্মৃতি এখনও টাটকা নেপালবাসীর মনে। ২৫ এপ্রিল, ২০১৫ তারিখে নেপালি সময় সকাল ১১:৫৬ মিনিট নেপালে রিখটার স্কেলে ৮.১ মাত্রার ভূমিকম্প হয়েছিল। সেই ভয়ঙ্কর ভূমিকম্পে কয়েক হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে যায় মুহূর্তেই। নেপালের সেই ভূমিকম্পের জেরে মাউন্ট এভারেস্টেও ভূমি-ধ্বস সৃষ্টি হয়েছিল। ওই ঘটনায় প্রায় ৯ হাজার মানুষের প্রাণহানি হয়।
আরও পড়ুন, চাঁদের বুকে এখনও 'ঘুমিয়ে' বিক্রম, প্রজ্ঞান? ইসরোর ডাকে দিল কি সাড়া?
অন্যদিকে, উত্তরবঙ্গের পর এবার দিল্লি-এনসিআরে ভূমিকম্প। দুপুর ২.২৫ থেকে পরপর ২বার কেঁপে উঠল দিল্লি-এনসিআর। দিল্লি ছাড়াও উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরাখণ্ডে ভূমিকম্প। দিল্লি-এনসিআরে পরপর কম্পন, আতঙ্কে রাস্তায় বহু মানুষ। দফতর ছেড়ে বাইরে বেরিয়ে এলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। দিল্লি-এনসিআরে ভূমিকম্প, উৎসস্থল নেপাল।