কোভিড-১৯ মোকাবিলায় ২৮টি আইসিইউ ভেন্টিলেটর উপহার, নেপালের মন জয় ভারতের
সম্প্রতি নেপালের স্বাস্থ্যমন্ত্রকের এক অনুষ্ঠানে সেদেশের স্বাস্থ্যমন্ত্রী ভানু ভক্ত ধাকালের হাতে আইসিইউ ভেন্টিলেটরগুলি তুলে দেন ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন খাতরা।
![কোভিড-১৯ মোকাবিলায় ২৮টি আইসিইউ ভেন্টিলেটর উপহার, নেপালের মন জয় ভারতের Nepal minister thanks India for gifting ventilators despite troubled relations কোভিড-১৯ মোকাবিলায় ২৮টি আইসিইউ ভেন্টিলেটর উপহার, নেপালের মন জয় ভারতের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/11/09143300/ventilator.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কাঠমান্ডু: ভারতের বিতর্কিত মানচিত্র প্রকাশকে কেন্দ্র করে দ্বিপাক্ষিক সম্পর্কে জটিলতা তৈরি হয়েছিল। তা সত্ত্বেও প্রতিবেশীসুলভ ঔদার্য্য দেখিয়ে নেপালের পাশে ফের ভারত। কোভিড-১৯ মোকাবিলায় নেপালকে ২৮টি আইসিইউ ভেন্টিলেটর উপহার দিয়েছে ভারত, যাতে মুগ্ধ পড়শী দেশ। প্রথমে ২২ এপ্রিল নেপালকে কোভিড-১৯ সংক্রমিতদের চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন সরবরাহ করে, পরে গত ১৫ সেপ্টেম্বর নেপালকে ২০০০ ভায়াল রেমডিসিভিরও গিফট দেয় ভারত।
সম্প্রতি নেপালের স্বাস্থ্যমন্ত্রকের এক অনুষ্ঠানে সেদেশের স্বাস্থ্যমন্ত্রী ভানু ভক্ত ধাকালের হাতে আইসিইউ ভেন্টিলেটরগুলি তুলে দেন ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন খাতরা। বলেন, কোভিড-১৯ অতিমারীর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত সরকার দুটি দেশের সম্পর্কে ইতিবাচক পরিবেশ তৈরি করতে, সহযোগিতা বাড়াতে চায়। ২৮টি ভেন্টিলেটর তারই নমুনা। ভারত সরকারের নেপালের জনগণ ও তাদের সরকারের প্রতি সমর্থন, দায়বদ্ধতার উল্লেখ করে তিনি জানান, ভবিষ্যতেও এব্যাপারে যাবতীয় প্রয়োজনীয় সহায়তা পাঠাবে ভারত। পাল্টা ধাকাল ‘অতীতে সম্পর্কে জটিলতা, সমস্যা থাকা সত্ত্বেও বর্তমান সঙ্কটের সময় সাহায্যের জন্য’ ভারতকে ধন্যবাদ দেন। ভারত সরকার, ভারতীয় জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ভারত অতীতে সম্পর্কে ভুল বোঝাবুঝি থাকলেও কোভিড-১৯ মোকাবিলায় নেপালকে সাহায্য করতে দ্বিধা করেনি। এছাড়াও তিনি ভারতের প্রতি নেপালের দায়বদ্ধতার পুনরায় উল্লেখ করে বলেন, ‘ঘাসকাটাইয়ারা’, যার নেপালি ভাষার অর্থ পরের জন্য় আত্মত্য়াগ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)