এক্সপ্লোর
Advertisement
নেটফ্লিক্সে আসছে মীরা নায়ারের আ স্যুটেবল বয় সহ ১৭টি ভারতীয় ছবি
আসছে নীনা গুপ্ত ও মাসাবা গুপ্তর মাসাবা মাসাবা, পূজা ভট্ট, সাহানা গোস্বামীর বম্বে বেগমস এবং রবি প্যাটেল, স্বরা ভাস্করের ভাগ বিনি ভাগ। নেটফ্লিক্স একেবারে জমজমাট।
কলকাতা: লকডাউনের মধ্যেই নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে পরপর ১৭টি ভারতীয় ছবি। এগুলির মধ্যে রয়েছে মীরা নায়ারের আ স্যুটেবল বয়। আছে অভিষেক বচ্চনের কমেডি লুডো, রাধিকা আপ্তের থ্রিলার রাত অকেলি হ্যায় ও বিক্রান্ত মাসির রোমান্টিক কমেডি গিনি ওয়েডস সানি।
???????????? We're all set to drop 17 upcoming originals! Are you excited or ARE YOU EXCITED?! ????????????@WeAreNetflix pic.twitter.com/C7g6Iob0Cg
— Netflix India (@NetflixIndia) July 16, 2020
রাত অকেলি হ্যায়-তে রাধিকা ছাড়াও রয়েছে নওয়াজউদ্দিন সিদ্দিকি, আদিত্য শ্রীবাস্তব এবং তিগমাংশু ধুলিয়া। ৩১ তারিখ মুক্তি পাবে ছবিটি। জাহ্নবী কপূরের গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল-এর প্রিমিয়ার হবে ১২অগাস্ট। অন্য তারিখগুলি এখনও জানা যায়নি। লুডো-য় অভিষেকের পাশাপাশি দেখা যাবে রাজকুমার রাও, আদিত্য রায় কপূর, ফতিমা সানা শেখ, সানিয়া মালহোত্রা প্রমুখ। এ ছাড়া মুক্তি পাবে সঞ্জয় দত্তের তোরবাজ। ডলি কিটি অওর ওহ চমকতে সিতারে দুই তুতো বোন ও তাদের মুক্তি অনুসন্ধানের গল্প। এতে দেখা যাবে কঙ্কনা সেনশর্মা ও ভূমি পেডনেকরকে। গিনি ওয়েডস সানি-তে বিক্রান্ত মাসি ছাড়াও রয়েছেন ইয়ামি গৌতম।
আসছে পুরস্কার জয়ী অ্যানিমেটেড রোমান্স ফিল্ম বম্বে রোজ। ভেনিস ক্রিটিকস উইকের উদ্বোধন করে এই প্রথম ভারতীয় অ্যানিমেশন ছবি। এছাড়া আছে কাজলের ফ্যামিলি ড্রামা ত্রিভঙ্গ- তেরি মেরি ক্রেজি, শাবানা আজমির হরর স্টোরি কালি খুহি, নওয়াজউদ্দিনের সিরিয়াস মেন, পুলিশ ড্রামা ক্লাস অফ ৮৩, ডার্ক কমেডি একে ভার্সাস একে। প্রাপ্তবয়স্কদের রোমান্স মিসম্যাচ, বিক্রম শেঠের উপন্যাস অবলম্বনে আ স্যুটেবল বয়-ও আমেরিকা ও কানাডা ছাড়া বিশ্বের অন্যান্য দেশে দেখা যাবে।
এতেই শেষ নয়। এরপর আসছে নীনা গুপ্ত ও মাসাবা গুপ্তর মাসাবা মাসাবা, পূজা ভট্ট, সাহানা গোস্বামীর বম্বে বেগমস এবং রবি প্যাটেল, স্বরা ভাস্করের ভাগ বিনি ভাগ। নেটফ্লিক্স একেবারে জমজমাট।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement