VicKat Update: বিয়ের এক মাস পূর্তি, বিশেষ পোস্টে একে অপরকে শুভেচ্ছা ভিকি-ক্যাটের
VicKat Update: দুজনের পোস্টেই টিনসেল টাউনের একাধিক বন্ধু তাঁদের শুভেচ্ছা ও ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। মিনি মাথুর, দিয়া মির্জা থেকে রণবীর সিংহ, জোয়া আখতার, বাদ পড়েননি কেউই।
নয়াদিল্লি: দেখতে দেখতে সাত পাকে বাধা পড়ার এক মাস পূরণ। প্রথম মাসের উদযাপনে (One month anniversary) মিষ্টি পোস্ট তো মাস্ট। তাই তো 'লভ-বার্ডস' ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল (Katrina Kaif and Vicky Kaushal) এই বিশেষ দিনে একে অন্যকে শুভেচ্ছা জানিয়ে ফেললেন। ২০২১ সালের ৯ ডিসেম্বর, রাজস্থানের সিক্স সেন্সেস বারওয়ারা ফোর্টে চার হাত এক হয় এই তারকা জুটির। আজ ৯ জানুয়ারি, সেই বিশেষ দিনের এক মাস পূরণ।
শুক্রবার, ক্যাটরিনা পাড়ি দেন ইন্দোরের উদ্দেশে। প্রথম মাসের অ্যানিভার্সারি সেখানেই ভিকির সঙ্গে উদযাপন করতে হবে তো। ভিকি এখন ইন্দোরে সারা আলি খানের সঙ্গে শ্যুটিংয়ে ব্যস্ত। অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে মনের মানুষকে দাম্পত্য জীবনের এক মাস পূর্ণ করার শুভেচ্ছা জানান। 'ডিয়ার হাজব্যান্ড'-এর সঙ্গে একটি সেলফি পোস্ট করে লেখেন, 'শুভ এক মাস'। সঙ্গে হার্ট ইমোজি। স্ত্রীকে কমেন্টে ভিকি লেখেন, 'হ্যাপি হ্যাপি মাই লভ'।
View this post on Instagram
অন্যদিকে সঙ্গীতের রাতের একটি ছবি পোস্ট করে লেডি-লভকে শুভেচ্ছা জানিয়েছেন ভিকি। লিখেছেন, 'সবসময়ের জন্য'।
আরও পড়ুন: 83 Movie OTT Release: করোনা আবহে ওটিটিতে আসছে '৮৩'? কী জানাচ্ছেন নির্মাতারা?
View this post on Instagram
দুজনের পোস্টেই টিনসেল টাউনের একাধিক বন্ধু তাঁদের শুভেচ্ছা ও ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। মিনি মাথুর, দিয়া মির্জা থেকে রণবীর সিংহ, জোয়া আখতার, বাদ পড়েননি কেউই।