Nirmala Sitharaman: কংগ্রেস আমলে আর্থিক অনিয়মের মূলে ছিলেন সনিয়াই, আক্রমণ নির্মলার
Nirmala to Sonia: সমস্ত তথ্যপ্রমাণ সমেত মোদি সরকার শ্বেতপত্র প্রকাশ করেছে বলে দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
নয়া দিল্লি: ভারতীয় অর্থনীতির (Indian Economy) ওপর শ্বেতপত্র নিয়ে আলোচনায় কংগ্রেসকে নিশানা করলেন নির্মলা সীতারমণ (Nirmala Sithraman)। সনিয়া গান্ধীকে (Sonia Gandhi) ‘সুপার PM’ বলে কটাক্ষ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তাঁর অভিযোগ, UPA আমলে আর্থিক অনিয়মের মূলে ছিলেন ‘সুপার PM’ সনিয়া গান্ধী।
সমস্ত তথ্যপ্রমাণ সমেত মোদি সরকার শ্বেতপত্র প্রকাশ করেছে বলে দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। জাতীয় নিরাপত্তার সঙ্গে কংগ্রেস সরকার আপস করেছে বলে অভিযোগ তুলে নির্মলা সীতারমণ দাবি করেন, নেতৃত্বের ব্যর্থতাই এর জন্য দায়ী।
ওয়াকিবহাল মহলের অবশ্য মত, লোকসভা ভোটের আগে, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ-র বিরুদ্ধে নয়া 'অস্ত্র' বিজেপির। ইউপিএ সরকারের আর্থিক বেনিয়মের অভিযোগ নিয়ে, এবার প্রতিটি রাজ্যে 'শ্বেত পত্র' পৌঁছে দিতে চলেছে বিজেপি। ইতিমধ্যেই সংসদে এই 'শ্বেতপত্র' প্রকাশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। যার মাধ্যমে তুলে ধরা হয়েছে ইউপিএ সরকারের ১০ বছরের শাসনকালের মেয়াদে আর্থিক অনিয়মের কথা।
এদিকে বিজেপির শ্বেতপত্রের পাল্টা, 'কৃষ্ণপত্র' প্রকাশ করেছে কংগ্রেসও। তাতে তুলে ধরা হয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের ১০ বছরের দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ। যার নাম দেওয়া হয়েছে '১০ সাল অন্যায় কাল'।
সনিয়াকে আক্রমণ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, '২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত সনিয়া গান্ধী নেতৃত্বাধীন ইউপিএ সরকার 'দেশ এবং জাতি'র আগে 'পরিবারকে আগে রেখেছিলেন'। সনিয়া ১০ বছরের ইউপিএ শাসন প্রতিরক্ষা সরঞ্জামের ঘাটতি, পরিবেশগত ছাড়পত্রে বিলম্ব, দুর্নীতিতে যুক্ত ছিলেন বলেও দাবি করেছেন নির্মলা।
এরপর নির্মলা এও প্রশ্ন তুলেছিলেন, কোন যুক্তিতে ওই বিশেষ ক্ষমতা ভোগ করতেন সনিয়া? সংসদীয় স্থায়ী কমিটির পরিবর্তে তাঁর বাড়িতে মন্ত্রিসভার বিল যেত। পাশাপাশি তিনি এও বলেন, ইউপিএ আমলে টুজি, কমনওয়েলথ, অগুস্তা ওয়েস্টল্যান্ড দুর্নীতির বিষয়গুলি সামনে আসে। সেখানে মোদী সরকারের অগ্রাধিকার হল দেশ সর্বপ্রথম।’
আরও পড়ুন, প্রথমে বিজ্ঞপ্তি, তার পর কার্যকর আইন, ভোটের আগেই CAA, ঘোষণা শাহের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে