PM Modi On Niti Aayog: নীতি আয়োগের বৈঠকে উন্নয়নের সওয়াল প্রধানমন্ত্রীর, 'কেন্দ্র ও সব রাজ্য একসঙ্গে কাজ করলে কোনও লক্ষ্যই অসম্ভব নয়..'
PM Narendra Modi On Niti Aayog : নীতি আয়োগের দশম গভর্নিং কাউন্সিলের বৈঠকে কী বার্তা মোদির ?

নয়াদিল্লি: নীতি আয়োগের বৈঠকে উন্নয়নের সওয়াল প্রধানমন্ত্রী মোদির। তিনি বলেন, ‘উন্নয়নের গতি বাড়াতে বাড়াতে হবে। কেন্দ্র ও সব রাজ্য একসঙ্গে টিম ইন্ডিয়ার মতো কাজ করলে কোনও লক্ষ্যই অসম্ভব নয়।'
আরও পড়ুন, 'সন্ত্রাসবাদ পাগলা কুকুর হলে, পাকিস্তান তার লালনকারী..' ! জাপানে গিয়ে ইসলামাবাদকে নিশানা অভিষেকের
'কেন্দ্র ও সব রাজ্য একসঙ্গে টিম ইন্ডিয়ার মতো কাজ করলে কোনও লক্ষ্যই অসম্ভব নয়..'
নীতি আয়োগের দশম গভর্নিং কাউন্সিলের বৈঠকে মোদি বলেন, প্রত্যেক ভারতীয়রই লক্ষ্য উন্নত ভারত। প্রত্যেক রাজ্য উন্নত হলে ভারত উন্নত হবে। এটাই ১৪০ কোটি ভারতবাসীর আশা।' পাশাপাশি প্রধানমন্ত্রীর সংযোজন,' রাজ্য সরকারদের উচিত, তাঁদের রাজ্যের অন্তত একটা পর্যটনস্থল, যাবতীয় সুযোগ-সুবিধা-সহ আন্তর্জাতিক মানের করা। এক রাজ্য : এক বিশ্বব্যাপী গন্তব্য (One State : One Global Destination). পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, এটি প্রতিবেশী শহরগুলিকে পর্যটন কেন্দ্র হিসেবেও আরও ত্বরাণ্বিত করবে।'
নীতি আয়োগের বৈঠকে গেলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নীতি আয়োগের বৈঠকে গেলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী-সহ অনুপস্থিত রইলেন NDA শাসিত দুই রাজ্য এবং বিরোধী মিলিয়ে মোট ৫ রাজ্যের মুখ্যমন্ত্রী। সব রাজ্যের সরকার এক হয়ে 'টিম ইন্ডিয়া'র মতো কাজ করলে কোনও লক্ষ্যপূরণই অসম্ভব নয়। বৈঠকের শুরুতে বলেন নরেন্দ্র মোদি। গত বছর বক্তব্য রাখার সময় মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগে বৈঠকের মাঝপথেই বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, এটা মুখ ভার করার সময় নয়। উনি দাবি নবান্নে সাংবাদিকদের সামনে বলবেন না দিল্লিতে গিয়ে সরকারের কাছে বলবেন? ওনার তো দাবি দাওয়া দিল্লিতে গিয়ে ছিনিয়ে আনার কথা ছিল। কখনও মুখ ভার করছেন, কখনও হাসছেন।'
রবিবার NDA শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করবেন নরেন্দ্র মোদি
দিল্লিতে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক অনুপস্থিত রইলেন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বৈঠকে এলেন না, বামশাসিত কেরলের মুখ্যমন্ত্রী ও কংগ্রেসশাসিত কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। বৈঠকে অনুপস্থিত ছিলেন আরও একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী। তার মধ্যে অন্যতম বিজেপির জোট শরিক ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। NDA শাসিত পুদুচেরির মুখ্যমন্ত্রী N রঙ্গাস্বামীও সেইসময় বৈঠকে উপস্থিত ছিলেন না।সূত্রের খবর, রবিবার NDA শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে নরেন্দ্র মোদি বৈঠক করবেন। সেই বৈঠকে উপস্থিত থাকবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মহীশূরে পূর্বঘোষিত কর্মসূচি থাকায় এদিনের বৈঠকে থাকতে পারেননি কংগ্রেসশাসিত কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।






















