এক্সপ্লোর
Advertisement
No Corona No: দাবি,‘গো করোনা গো’ বলেছিলাম, করোনা চলে যাচ্ছে, নতুন স্ট্রেনের জন্য় ‘নো করোনা নো’স্লোগান রামদাসের
সাংবাদিক বৈঠকে রামদাস বলেন, “আগে আমি কয়েক মাস আগে ‘গো করোনা, করোনা গো’ স্লোগান দিয়েছিলাম। তারপর থেকে আট-নয়মাস কেটে গিয়েছে। এখন করোনাও আস্তে আস্তে চলে যাচ্ছে। ভ্যাকসিনও এসে গিয়েছে। তাই করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের জন্য আমি এখন ‘নো করোনা, করোনা নো, স্লোগান দিচ্ছি।”
নয়াদিল্লি: করোনাভাইরাসের টিকার জন্য এখনও দেশের মানুষ চাতক পাখির মতো অপেক্ষায় রয়েছে। গত ১০ মাসে এই মারণ ভাইরাসের হামলার ধাক্কা কাটিয়ে উঠতেই দমছুট অবস্থা। এরই মধ্যে করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের খবর ছড়িয়ে পড়ছে। ভারতবাসী যখন করোনার ভ্যাকসিনের অধীর অপেক্ষায় রয়েছে, তখনই নতুন স্লোগান দিলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে। আগের দফায় ‘ গো করোনা গো’র পর এবার ‘ নো করোনা’ স্লোগান দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল তাঁর শ্লোগান। নেট-নাগরিকরা ইতিমধ্যেই রামদাসের নয়া স্লোগান নিয়ে মিমের ঝড় তুলেছেন। কেউ লিখছেন, ‘ওঁকে সেরা সাহিত্যিকের জন্য অস্কার দেওয়া হোক।’ কেউ আবার দেশের অন্যান্য পেশাদার কমেডিয়ানদের সঙ্গে তাঁর তুলনা করেছেন। অনেকে ‘গো করোনা গো’ বলার পর ওই মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা মনে করিয়ে দিয়েছেন। কেউ বা ফের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও কটাক্ষ করেছেন।
Earlier I gave the slogan 'Go Corona, Corona Go' and now corona is going. For the new coronavirus strain, I give the slogan of 'No Corona, Corona No': Union Minister Ramdas Athawale pic.twitter.com/ND2RQA7gAY
— ANI (@ANI) December 27, 2020
Le Corona** pic.twitter.com/i04sHvWJuM
— Nehr_who? (@Nher_who) December 27, 2020
রবিবার সাংবাদিক বৈঠকে রামদাস বলেন, “আগে আমি কয়েক মাস আগে ‘গো করোনা, করোনা গো’ স্লোগান দিয়েছিলাম। তারপর থেকে আট-নয়মাস কেটে গিয়েছে। এখন করোনাও আস্তে আস্তে চলে যাচ্ছে। ভ্যাকসিনও এসে গিয়েছে। তাই করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের জন্য আমি এখন ‘নো করোনা, করোনা নো, স্লোগান দিচ্ছি।”
Best poem Ramdas Athawale sir! Next year at the Oscars : pic.twitter.com/YVb7422tck
— THE SKIN DOCTOR (@theskindoctor13) December 27, 2020
প্রসঙ্গত, চলতি বছরের মার্চে দেশে যখন করোনা ভাইরাসের দাপট শুরু হয়, তখন তাঁকে ‘গো করোনা, করোনা গো’ স্লোগান দিতে দেখা গিয়েছিল মুম্বই গেটের সামনে দাঁড়িয়ে। ওই স্লোগান আওড়ালেই করোনা মহামারী দূর হবে বলে নিদান দিয়েছিলেন। দুর্ভাগ্যবশত তার কিছুদিন বাদেই নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হন তিনি।
Coronavirus : pic.twitter.com/88hesPTbIO
— A̷z̷y̷???????? (@AzyConTrolI) December 27, 2020
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement