এক্সপ্লোর
‘রোজ ৪-৭ ঘণ্টা বিদ্যুৎহীন থাকছে রাঁচি, ক্ষুব্ধ ধোনি পত্নীর ট্যুইট
বৃহস্পতিবার একটি ট্যুইটে সাক্ষী লেখেন, ‘রাঁচির মানুষ রোজ অন্তত ৪ থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎহীন কাটায়। আজ, ১৯ সেপ্টেম্বর এখানে ৫ ঘন্টা হল কোনও বিদ্যুৎ সংযোগ নেই। আজ কোনও বিশেষ অনুষ্ঠান নেই, কোনও প্রাকৃতিক দুর্যোগও ঘটেনি। সুতরাং বিদ্যুৎহীন থাকার কোনও কারণই নেই। আশা করি প্রশাসন এর ব্যবস্থা নেবে।’

ইন্সটাগ্রামে যথেষ্ট অ্যাক্টিভ সাক্ষী
রাঁচি: ‘প্রায় প্রত্যেকদিন ৪ থেকে ৭ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎহীন থাকছে রাঁচি’- এই অভিযোগ ধোনি পত্নী সাক্ষী সিংহ রাওয়াতের। বর্তমানে রাঁচিতে নিজের বাড়িতে সস্ত্রীক রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। আর সেখানে নাকি রোজই বিদ্যুৎ থাকছে না দিনের অনেকটা সময়! বৃহস্পতিবার একটি ট্যুইটে সাক্ষী লেখেন, ‘রাঁচির মানুষ রোজ অন্তত ৪ থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎহীন কাটায়। আজ, ১৯ সেপ্টেম্বর এখানে ৫ ঘণ্টা হল কোনও বিদ্যুৎ সংযোগ নেই। আজ কোনও বিশেষ অনুষ্ঠান নেই, কোনও প্রাকৃতিক দুর্যোগও ঘটেনি। সুতরাং বিদ্যুৎহীন থাকার কোনও কারণই নেই। আশা করি প্রশাসন এর ব্যবস্থা নেবে।’
#ranchi pic.twitter.com/OgzMHoU9OK
— Sakshi Singh ????????❤️ (@SaakshiSRawat) September 19, 2019
সাক্ষী-র এই ট্যুইট ২৪০০-র বেশি মানুষ লাইক করেন। অনেকে আবার মুখ্যমন্ত্রী-সহ অনেককে ট্যুইটটি ট্যাগ করেন।অনেকে আবার রিট্যুইট করে লেখেন, ‘সত্যিই এটা রাঁচির রোজকার সমস্যার মধ্যে অন্যতম।’ Ye ranchi me har din hota hain
— Namita minz (@namita_minz) September 20, 2019
Big pblm plz consider this @dasraghubar
— Supriya Rajput (@SupriyaRajput20) September 19, 2019
this problem is not only in Ranchi .it is all over jharkhand..we are facing same issue
— Kameshwar???????????????? (@imkameshwarsaw) September 19, 2019
This must be addressed @dasraghubar @DC_Ranchi @cmojhr https://t.co/DTCSf9y5gb
— Rinki chaubey (@RinkiChaubey) September 20, 2019
জানুয়ারির প্রথম সপ্তাহেই ঝাড়খন্ডে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে। ২০১৬ সালে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস বলেছিলেন, ২০১৯ সালের মধ্যে পাওয়ার হাব হয়ে উঠবে রাঁচি। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















