No Toll Plazas within 60km: এই দূরত্বের মধ্যে দিতে হবে না ২ বার টোল ট্যাক্স, বড় 'ঘোষণা' সরকারের
Toll Plazas New Rule: জাতীয় সড়কে টোল প্লাজা নিয়ে নতুন 'ঘোষণা' সরকারের। এবার থেকে ন্যাশনাল হাইওয়েতে ৬০ কিলোমিটারের মধ্যে থাকবে না দুটি টোল প্লাজা।
Toll Plazas New Rule: বদলে যাচ্ছে নিয়ম। জাতীয় সড়কে টোল প্লাজা নিয়ে নতুন 'ঘোষণা' সরকারের। এবার থেকে ন্যাশনাল হাইওয়েতে ৬০ কিলোমিটারের মধ্যে থাকবে না দুটি টোল প্লাজা।
No Toll Plazas within 60km: নতুন করে পকেটে পড়বে না চাপ। জাতীয় সড়কে ৬০ কিলোমিটারের মধ্যে দুটি টোল প্লাজা না রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন, আাগামী তিন মাসের মধ্যে জাতীয় সড়কে ৬০ কিলোমিটারের মধ্যে দুটি টোল প্লাজা থাকলে তা বন্ধ করে দেওয়া হবে। লোকসভার এক প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন মন্ত্রী। তিনি জানান, সরকার টোল প্লাজার কাছাকাছি বসবাসকারী আধার কার্ড রয়েছে এমন স্থানীয়দের পাস দেওয়ার কথা বিবেচনা করছে।
Toll Plazas New Rule: সংসদে কেবল এই বলেই থেমে থাকেনি কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী। দেশের ইলেকট্রিক গাড়ির ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক আশ্বাস দেন তিনি। গড়করি বলেন, ''দেশে প্রযুক্তি ও সবুজ জ্বালানি খুব দ্রুত গতিতে এগোচ্ছে। এর ফলে আগামী দিনে ইলেকট্রিক গাড়ির দাম অনেক কম হয়ে যাবে। এমনকী পেট্রল-ডিলেল গাড়ির মতোই একই সারিতে থাকবে এদের খরচের পরিমাণ। আগামী ২ বছরের মধ্যে ইলেকট্রিক গাড়ি দেশবাসীর কাছে আরও সস্তা হয়ে যাবে।''
Nitin gadkari on EV: গড়করির মতে, দ্রুত সাশ্রয়ী জ্বালানির দিকে এগোতে হবে দেশকে। সেই ক্ষেত্রে দেশি জ্বালানির মাধ্যমে যানবাহন চালানোর পথে এগোতে হবে সবাইকে। এতে জ্বালানির খরচ কমার সঙ্গে সঙ্গে পরিবেশ দূষণও কমবে। বদলে যাবে রাজধানী দিল্লির দূষণের পরিস্থিতি। দেশের বর্তমান পরিস্থিতি বলছে, পেট্রল-ডিজেলের দাম বেশি হলেও ইভির দিকে সেভাবে ঝুঁকতে পারছেন না ক্রেতারা। মূলত, ইলেকট্রিক গাড়ির দাম বেশি হওয়ার কারণেই এই ঝুঁকি নিতে পারছেন না তারা। ইভির পরবির্তে এখন চারচাকার সিএনজি মডেল বেছে নিচ্ছেন অনেক গাড়ির ক্রেতা। সেই ক্ষেত্রে মাইলেজ অনেক বেশি পাচ্ছেন এইসব গ্রাহকরা। যা ভালই উপলব্ধি করতে পারছে সরকার।