নোকিয়া ফিরিয়ে আনছে সেই পুরনো ৬৩০০, ৮০০০ মডেলের শক্তপোক্ত ফোন
স্টেনলেস স্টিল বডির ৬৩০০ মডেলের ফোনটি ২০০৬ সালে প্রথমবার বাজারে এসেছিল।
কলকাতা: এইচএমডি গ্লোবাল ঠিক করেছে, নোকিয়ার অত্যন্ত জনপ্রিয় দুটি ক্লাসিক মডেল বাজারে ফিরিয়ে আনবে। ৩৩১০সহ বেশ কয়েকটি পুরোনো মডেলের রিব্র্যান্ডিং ইতিমধ্যেই তারা করেছে। এবার পুরনো দুটি জনপ্রিয় মডেল ৬৩০০ এবং ৮০০০ নিয়ে বাজারে ফিরছে তারা।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে ফোন দুটির ঘোষণা হতে পারে। স্ক্যান্ডিনেভিয়ার একটি নেটওয়ার্ক অপারেটর ওয়েবসাইট তেলিয়া-য় সম্প্রতি এই দুটি ফোন রিব্র্যান্ডিংয়ের আভাস মিলেছে। নতুন ফোন দুই নাম হতে পারে- নোকিয়া ৬৩০০ ৪জি এবং নোকিয়া ৮০০০ ৪জি। ফোরজি এলটিই সংযোগ থাকবে উভয় মডেলেই । বেসিক ফোনের থেকে অনেক স্মার্ট হবে এগুলো। আপাতত ফোন দুটির বিষয়ে বিশদে কিছু জানা যায়নি।
স্টেনলেস স্টিল বডির ৬৩০০ মডেলের ফোনটি ২০০৬ সালে প্রথমবার বাজারে এসেছিল। ২ মেগাপিক্সেলের ক্যামেরা তখন এর পিছনে যুক্ত ছিল; এস৪০ অপারেটিং সিস্টেমে এটি পরিচালিত হতো। সম্প্রতি নোকিয়া তাদের ‘এক্সপ্রেস মিউজিক’ সিরিজের ফোন নোকিয়া ৫৩১০ রিব্র্যান্ডিং করে বাজারে ছাড়ে। এই ফোনে এখনও রয়েছে ডেডিকেটেড মিউজিক কন্ট্রোল বাটন।
এ ছাড়াও এইচএমডি গ্লোবালের কাছে রয়েছে নোকিয়া ৮১১০ বানানা ফোন। এর কি-বোর্ড স্লাইডার নজর কাড়ে। এই সিরিজের বেশ কয়েকটি বিখ্যাত ফোন হল টাইটেনিয়াম বডির নোকিয়া ৮৯১০ আই, নোকিয়া ৮৮০০। তাই এগুলির ফিরে আসা নিয়েও নানা আলোচনা শুরু হয়েছে। এগুলির পাশাপাশি নোকিয়া ৫৩১০ এক্সপ্রেস মিউজিক মডেল নিয়ে নোকিয়া ভক্তদের ভিতর আলাদা উন্মাদনা রয়েছে। দেশে এই ফোনের দাম ৩,৫৯৯ টাকা। সাদা-লাল বা কালো-লাল অপশনে পাওয়া যায়।