NPC Jobs 2022: ৫০ হাজার টাকা পর্যন্ত বেতন, এই পদগুলিতে নিয়োগ করছে NPC
NPC Recruitment 2022: ন্যাশনাল প্রোডাক্টিভিটি কাউন্সিল সাপোর্ট এক্সিকিউটিভ-সহ বেশ কয়েকটি পদে নিয়োগর বিজ্ঞপ্তি জারি করেছে।
NPC Recruitment 2022: ন্যাশনাল প্রোডাক্টিভিটি কাউন্সিল সাপোর্ট এক্সিকিউটিভ-সহ বেশ কয়েকটি পদে নিয়োগর বিজ্ঞপ্তি জারি করেছে। আজই প্রার্থীদের আবেদন করার শেষ তারিখ। আগ্রহী প্রার্থীরা 26 এপ্রিল পর্যন্ত কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট npcindia.gov.in-এ গিয়ে আবেদন করতে পারবেন। এই নিয়োগের আওতায় ৩৯টি পদে নিয়োগ হবে। আগ্রহী প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে কোম্পানির বিজ্ঞপ্তি দেখতে পারেন।
NPC Recruitment 2022: কোন পদে কত নিয়োগ
এই নিয়োগের আওতায় সাপোর্ট এক্সিকিউটিভের জন্য 3টি, টেকনিক্যাল এক্সিকিউটিভের 1টি, লিগ্যাল এক্সিকিউটিভের 1টি ও সিনিয়র কনসালটেন্টের 2টি পদ-সহ 39টি সিনিয়র পদে নিয়োগ করা হবে।
NPC Recruitment 2022: প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা
সাপোর্ট এক্সিকিউটিভ পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীকে যেকোনও স্বীকৃত বোর্ড থেকে 12 ক্লাস পাশ হতে হবে। সিনিয়র কনসালটেন্ট পদের জন্য প্রার্থীর অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে।
NPC Recruitment 2022: বয়স সীমা
এই পদগুলিতে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের বয়সসীমা পদ অনুসারে ঠিক করা হয়েছে। এই বিষয়ে জানতে কোম্পানির অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে হবে চাকরিপ্রার্থীদের।
NPC Recruitment 2022: বেতন কাঠামো কেমন ?
এই পদগুলিতে নিযুক্ত ব্যক্তিদের 25,000-50,000 এর মধ্যে বেতন দেওয়া হবে। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট দেখতে হবে।
NPC Recruitment 2022: গুরুত্বপূর্ণ তারিখ
এই পদে আবেদনের শেষ তারিখ 26 এপ্রিল 2022। আজই আপনাকে এই পদগুলির জন্য আবেদন করতে হবে। অন্যথায় হাতছাড়া হবে চাকরি।
NPC Recruitment 2022: এইভাবে হবে প্রার্থী বাছাই ?
এইপদগুলিতে সাক্ষাৎকারের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে পারেন।সেখানেই চাকরি সংক্রান্ত বয়স সীমা, যোগ্যতা ছাড়াও বিস্তারিত বিবরণ দেখতে পাবেন।
আরও পড়ুন : Public Provident Fund: বন্ধ রেখেছেন পিপিএফ অ্যাকাউন্ট ? বড় ক্ষতির মুখে পড়বেন আপনি
Education Loan Information:
Calculate Education Loan EMI