এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
ইন্দোনেশিয়ায় হাসপাতালের শৌচাগারে করোনা রোগীর সঙ্গে যৌন সম্পর্ক, সাসপেন্ড নার্স, গ্রেফতার উভয়েই, আইসোলেশনে
কোভিড আক্রান্ত লোকটিই সোস্যাল মিডিয়ায় বিস্তারিত তুলে ধরেছেন কী ঘটেছে।
![ইন্দোনেশিয়ায় হাসপাতালের শৌচাগারে করোনা রোগীর সঙ্গে যৌন সম্পর্ক, সাসপেন্ড নার্স, গ্রেফতার উভয়েই, আইসোলেশনে Nurse suspended after having sex with COVID-19 patient in a hospital toilet in Indonesia ইন্দোনেশিয়ায় হাসপাতালের শৌচাগারে করোনা রোগীর সঙ্গে যৌন সম্পর্ক, সাসপেন্ড নার্স, গ্রেফতার উভয়েই, আইসোলেশনে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/12/30210409/nurse.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
জাকার্তা: নোভেল করোনাভাইরাস অতিমারী কালে দায়িত্বজ্ঞানহীন আচরণের নমুনা বারবার সামনে এসেছে। মাস্ক না পরে রাস্তায় বেরনো, সামাজিক দূরত্ববিধির থোড়াই কেয়ার করে জমায়েত করার মতো ঘটনার কথা শোনা গিয়েছে। কিন্তু ইন্দোনেশিয়ার ঘটনাটি চোখ কপালে তুলে দেওয়ার মতোই। এমন ঘটনা সম্ভবতঃ নজিরবিহীন। সেখানে এক হাসপাতালের শৌচাগারে কোভিড আক্রান্ত ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গিয়েছেন এক নার্স। হাসপাতাল কর্তৃপক্ষের জেরার মুখে তিনি পিপিপি খুলে যৌন সংসর্গের কথা স্বীকার করেছেন। তাঁকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি নার্স ও করোনা সংক্রমিত রোগী-উভয়কেই আইসোলেশনে পাঠানো হয়েছে। কোভিড আক্রান্ত লোকটিই সোস্যাল মিডিয়ায় বিস্তারিত তুলে ধরেছেন কী ঘটেছে।
ইন্দোনেশিয়ার পর্নোগ্রাফি মোকাবিলা আইনে করোনাভাইরাস ফিল্ড হাসপাতালের ঘটনায় জড়িত সংশ্লিষ্ট নার্স ও করোনা সংক্রমিত ব্যক্তি, দুজনেরই বিচার হতে পারে। কেননা জাকার্তায় নোভেল করোনাভাইরাস টেস্টে পজিটিভ হওয়া লোকটি কেবলমাত্র হাসপাতালের টয়লেটে নার্সের সঙ্গে যৌন সম্পর্কই করেননি, সোস্যাল মিডিয়ায় ঘটনাটি শেয়ারও করেছেন। তাঁদের মধ্যে হোয়াটসঅ্যাপে চালাচালি হওয়া বার্তার স্ক্রিনশটও আপলোড করেছেন তিনি। সোস্যাল মিডিয়ায় তা ভাইরাল হওয়ার পর দুজনকেই জিজ্ঞাসাবাদ করা হয়। জাকার্তার উইজমা আটলেট কোয়ারান্টিন কেন্দ্রের শৌচাগারে যৌন মিলনে জড়ানোর কথা স্বীকার করেন উভয়েই।
চিকিত্সক, গবেষকদের অভিমত, করোনাভাইরাস বা উহান ভাইরাস নিঃশ্বাস থেকে বেরনো ড্রপলেট, যৌন মিলন বা এমনকী চুম্বনের মতো শারীরিক ঘনিষ্ঠতা থেকেও ছড়াতে পারে। প্রকাশ্যে এমন যে কোনও আচরণ পুরোপুরি নিষিদ্ধ।
এ ব্যাপারে রিজিওনাল মিলিটারি কম্যান্ডের এক সামরিক কর্তা ওই দুজনকে গ্রেফতারির কথা জানিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, মামলাটি সেন্ট্রাল জাকার্তা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা ওই স্বাস্থ্যকর্মীকে সাক্ষী হতে রাজি করেছি, আরও তথ্য চাওয়া হবে তাঁর কাছে।
N
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
খবর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)