Rourkela Plane Crash: মে-ডে কল পাইলটের! যাত্রী সমেত মাঠেই জরুরি অবতরণ বিমানের, রানওয়ে ছেড়ে ওড়ার পরই...
Odisha Plane Crash: ভুবনেশ্বর থেকে রৌরকেল্লা যাওয়ার সময় মে-ডে কল পাইলটের। ১২.২৫ মিনিটে ভুবনেশ্বর থেকে উড়ানটি ছাড়ে।

ভুবনেশ্বর: সাম্প্রতিক সময়ে ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিমান বিপর্যয়ের স্মৃতি এখনও টাটকা। এরপরও ইন্ডিগো সহ একাধিক বিমানে একাধিক সমস্যা হয়েছে। জরুরি অবতরণও হয়েছে অনেকবার। তবে এবার রৌরকেল্লায় ছোট চার্টার্ড বিমানে বিপত্তি, ফাঁকা মাঠে জরুরি অবতরণ।
ভুবনেশ্বর থেকে রৌরকেল্লা যাওয়ার সময় মে-ডে কল পাইলটের। ১২.২৫ মিনিটে ভুবনেশ্বর থেকে উড়ানটি ছাড়ে। এরপর ১.১৪ মিনিট নাগাদ মে-ডে কল পাইলটের । ১.২০ মিনিট নাগাদ কানসোরের কাছে ফাঁকা মাঠে জরুরি অবতরণ বিমানের।
রৌরকেল্লা এয়ার ট্রাফিক কন্ট্রোলে জরুরি অবতরণের জন্য মে-ডে কল করেছিলেন পাইলট। রৌরকেল্লা বিমানবন্দর থেকে ১৫-২০ কিলোমিটার দূরে মাঠে নামল বিমান। 'বিমানে ৪ জন যাত্রী ও ২ জন ক্রু ছিলেন, কেউ হতাহত হননি', পাইলটের প্রশংসা করে বিবৃতি দিয়ে জানাল ওড়িশা সরকার। সেসানা গ্র্যান্ড C208B বিমানটি VT-KSS নামে রেজিস্ট্রেশন করা হয়েছে।
আধিকারিকরা জানিয়েছেন যে পাইলটরা নিয়ন্ত্রিত জোরপূর্বক অবতরণ করেছিলেন, যার ফলে কোনও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছিল। খবর পাওয়ার পরপরই জেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে আহত সকলকে রৌরকেল্লার চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরিত করে।
সরকারি তথ্য অনুযায়ী, তিনজন যাত্রী জেপি হাসপাতালে চিকিৎসাধীন, আর দুইজন পাইলট এবং একজন যাত্রী রৌরকেল্লায় সরকারি হাসপাতালে (আরজিএইচ) চিকিৎসাধীন। কর্তৃপক্ষ জানিয়েছে, ছয়জনের অবস্থা স্থিতিশীল এবং তারা চিকিৎসা পর্যবেক্ষণে রয়েছেন।
ওড়িশার বাণিজ্য ও পরিবহন বিভাগের অধীনস্থ বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর জানিয়েছে যে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং জেলা প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করছে। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং যাত্রী, ক্রু এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সকল সহায়তা প্রদানের জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। বাণিজ্য ও পরিবহন মন্ত্রী বিভূতি ভূষণ জেনাও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।






















