Odisha on Corona Vaccine: পর্যাপ্ত স্টক নেই, আগামিকাল তৃতীয় দফার টিকাকরণ শুরু হচ্ছে না ওড়িশায়
দিও কবে থেকে ওড়িশায় তৃতীয় দফার টিকাদান কর্মসূচি শুরু হবে তা স্পষ্ট করে বলতে পারেননি স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব পি কে মহাপাত্র।
ভুবনেশ্বর: পর্যাপ্ত ডোজ নেই, তাই আগামিকাল তৃতীয় দফার টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে না ওড়িশায়। শুক্রবার সরকারি সূত্রে জানা গিয়েছে, সপ্তাহান্তের লকডাউনের প্রথম দিন হওয়ার কারণে সমস্ত হাসপাতালে স্টক থাকবে না। কাজেই সূচি অনুযায়ী ১ মে থেকে টিকাদান কর্মসূচি শুরু করতে পারছে না ওড়িশা সরকার।
যদিও কবে থেকে তৃতীয় দফার টিকাদান কর্মসূচি শুরু হবে তা স্পষ্ট করে বলতে পারেননি স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব পি কে মহাপাত্র। এ প্রসঙ্গে পিকে মহাপাত্র জানিয়েছেন, "তৃতীয় দফার টিকাদান কর্মসূচি শুরু করার মতো পর্যাপ্ত ভ্যাকসিন আমাদের কাছে নেই, এ ছাড়াও ১ মে এবং ২ মে সপ্তাহান্তের লকডাউন চলবে, কাজেই রাজ্য ১ কিংবা ২ মে-তে তৃতীয় দফার টিকাদান শুরু করতে পারবে না।"
হিসাব অনুযায়ী, ওড়িশায় আনুমানিক ১.৯৩ কোটি মানুষ রয়েছেন যাঁরা তৃতীয় দফার টিকাররণের আওতাভুক্ত। ভুবনেশ্বর মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC) এলাকাতেই ৫ লক্ষ মানুষ রয়েছেন। এই ৫ লক্ষ মানুষকে টিকা দিতেই অন্ততপক্ষে ১০.৩৪ লক্ষ কোভ্যাক্সিনের ডোজ দরকার রাজ্যের।
পিকে মহাপাত্র আরও জানান, শুধুমাত্র বিএমসি অঞ্চলের মানুষ কোভ্যাক্সিন পাবেন। অন্যদিকে ওড়িশার ৩০টি জেলার লোক পাবেন কোভিশিল্ড। কাজেই কোভিশিল্ডের চাহিদা এ ক্ষেত্রে প্রায় ৩.৭৭ কোটি ডোজ। সবমিলিয়ে এত পরিমাণ ভ্যাকসিন রাজ্যের কাছে নেই বলেই বিবৃতিতে স্পষ্ট করেছে সরকারি সূত্র।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, "আমরা চিঠি লিখেছি এবং ভ্যাকসিন উত্পাদনকারী সংস্থাগুলির সঙ্গে অবিচ্ছিন্ন যোগাযোগ রাখছি। সংস্থাগুলি আমাদের ভ্যাকসিন সরবরাহের আশ্বাস দিয়েছে, তবে কখন এই ভ্যাকসিন রাজ্যে পৌঁছবে তার নির্দিষ্ট কোনও সময় বা তারিখ জানায়নি তারা।"
ভ্যাকসিন পাওয়া মাত্রই, রাজ্যে টিকাকরণ শুরু হবে বলে জানানো হয়েছে। আশা করা যাচ্ছে ৩ মে-এর পরই যে কোনও দিন শুরু হতে পারে। উল্লেখ্য, রাজ্যবাসীকে ভ্যাকসিনের জন্য অফিসিয়াল পোর্টালে নিজেদের নাম নথিভূক্ত করার কাজ চালিয়ে যেতে বলা হয়েছে প্রশাসনের তরফে।
ভ্যাকসিনের জন্য ওড়িশা স্টেট মেডিক্যাল কর্পোরেশনকে ইতিমধ্যেই ৭০০ কোটি টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব পি কে মহাপাত্র। এর আগেই ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক জানিয়েছিলেন তৃতীয় দফায় ১৮ থেকে ৪৪ বছর বয়সী প্রত্যেককেই বিনামূল্যে ভ্যাক্সিন দেওয়া হবে। তবে আপাতত সময় মতো কর্মসূচি শুরু হচ্ছে না বলেই জানানো হয়েছে।
শুধু ওড়িশাই নয় গোয়াতেও আগামিকাল থেকে টিকাকরণ শুরু হচ্ছে না। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানিয়েছে, "সব ভ্যাকসিন এখনও এসে পৌঁছয়নি। কবে তৃতীয় দফার টিকাকরণ শুরু হবে তা সরকারের তরফে জানিয়ে দেওয়া হবে জানিয়েছেন প্রমোদ সাওয়ান্ত। উল্লেখ্য, পশ্চিমবঙ্গেও পর্যাপ্ত ভ্যাকসিন না থাকার কারণে আগামিকাল তৃতীয় দফার টিকাকরণ শুরু হচ্ছে না।