Lok Sabha Election 2024: এই দলের হয়ে ভোটে লড়তে চেয়ে আবেদন ১০ হাজারের বেশি মানুষের !
Elections: ওড়িশা বিধানসভা ১৪৭ আসন-বিশিষ্ট। অন্যদিকে, রাজ্যে লোকসভা আসন রয়েছে ২১টি।
ভুবনেশ্বর : দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোট (Lok Sabha Election 2024)। রয়েছে ওড়িশা বিধানসভার নির্বাচনও (Odisha Assembly Election)। এই আবহে বিজু জনতা দল (BJD)-এর প্রার্থী হতে চেয়ে আবেদন জানালেন ১০ হাজারের বেশি মানুষ। দলের এক সিনিয়র নেতা এমনই জানিয়েছেন সংবাদ সংস্থা পিটিআইকে।
ওড়িশা বিধানসভা ১৪৭ আসন-বিশিষ্ট। অন্যদিকে, রাজ্যে লোকসভা আসন রয়েছে ২১টি। এই আসনের জন্য বিভিন্ন পেশার ১০ হাজারের বেশি মানুষ টিকিট চেয়েছেন বলে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন বিজেডি-র সাংগঠনিক সচিব প্রণব প্রকাশ দাস। তিনি বলেন, আমরা মনে করি, ওড়িশার সাড়ে ৪ কোটি মানুষের আশীর্বাদ নিয়ে এই ভোটে ঐতিহাসিক জয়ের দিকে এগোচ্ছে বিজেডি। তিনি দাবি করেন, ওড়িশার মানুষ ইতিমধ্যেই মনস্থির করে নিয়েছেন যে নবীন পট্টনায়েককে টানা ছয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসাবেন। তাছাড়া সাম্প্রতিক সময়ে জাতীয় স্তরের যতগুলো সমীক্ষা হয়েছে তাতে দেখা গেছে, দেশের এক নম্বর মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।
তিনি আরও বলেন, আঞ্চলিক এই দল ২০২২-এর পঞ্চায়েত ভোটে ৫২ শতাংশের বেশি ভোট পেয়েছে। এ ব্যাপারে কোনও সন্দেহই থাকা উচিত নয় যে, এই রাজ্যে বিজেডিই এক নম্বর দল। আর পট্টনায়েকই এখানকার সবথেকে বড় নেতা।
বিজেডির সহ সভাপতি দেবী প্রসাদ মিশ্র আবার বলছেন, অনেকেই টিকিটের জন্য আবেদন জানিয়েছেন। তবে, জেতার ক্ষমতা দেখে, দলের প্রতি আনুগত্য এবং আরও কয়েকটি বিষয় দেখে প্রার্থী নির্বাচন করা হবে।
যদিও বিষয়টি নিয়ে বিজেডিকে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্য বিজেপির সহ সভাপতি লেখশ্রী সামান্থাসিংহার। তিনি বলেন, অনেকেই পরীক্ষায় বসতে পারেন। কিন্তু, নির্বাচিত কিছুই ফার্স্ট ক্লাস পান। সেরকমই অবস্থা। তবে, বিজেপি ২০২৪-এর পরীক্ষায় সফল হবে।
অন্যদিকে, ওড়িশা কংগ্রেসের ইন-চার্জ অজয় কুমারের বক্তব্য, বিজেডির অভ্যন্তরে অনেক ক্ষোভ রয়েছে। অনেক সিনিয়র নেতাই আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। তাঁরা হয়তো শীঘ্রই কংগ্রেসে যোগ দেবেন।
ওড়িশা প্রদেশ কংগ্রেস সভাপতি শরৎ পট্টনায়ের বলেন, আসন্ন লোকসভা ও বিধানসভা নির্বাচনের জন্য বিভিন্ন পেশার ৩ হাজার লোক কংগ্রেসের টিকিটে লড়তে চেয়েছেন।
আরও পড়ুন ; BJP থেকেই চার জন, সঙ্গে নবীন পট্টনায়েক, জনপ্রিয় মুখ্যমন্ত্রীদের তালিকা সামনে এল
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে