বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার পচাগলা দেহ, গল্ফগ্রিনের আবাসনে বৃদ্ধের রহস্যমৃত্যু
হৃদরোগে আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের
![বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার পচাগলা দেহ, গল্ফগ্রিনের আবাসনে বৃদ্ধের রহস্যমৃত্যু Old man's decomposed body recovered from closed Golf green flat বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার পচাগলা দেহ, গল্ফগ্রিনের আবাসনে বৃদ্ধের রহস্যমৃত্যু](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/02/23134129/web-kol-golfgreen-decompose-body-fup-still-230220.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: গল্ফ গ্রিনের আবাসনে বৃদ্ধের মৃত্যু ঘিরে এখনও রহস্য। দুর্গন্ধ মেলায় গতকাল তিনতলার বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হয় পচাগলা মৃতদেহ। স্থানীয় সূত্রে খবর, আদতে দক্ষিণ ভারতের বাসিন্দা বালাসুব্রহ্মমণ্য শ্রীনিবাসন দীর্ঘদিন ধরে গল্ফ গ্রিনের এই ফ্ল্যাটে থাকতেন। স্ত্রী মারা যাওয়ার পর, গল্ফ গ্রিনের আবাসনে একাই থাকতেন ৮১ বছরের ওই বৃদ্ধ। তাঁর ছেলে-মেয়ে অন্যত্র থাকেন। প্রতিবেশীদের দাবি, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন ওই বৃদ্ধ। সম্প্রতি আর্থিক অনটনও চলছিল। কয়েকদিন আগে তাঁকে শেষবার দেখেন প্রতিবেশীরা। গতকাল ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বেরোনোয় তাঁরাই যাদবপুর থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। হৃদরোগে আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)